প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ করা তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। কেন্দ্রের বিরুদ্ধে গিয়ে তৃণমূল সাংসদ নিজের টুইটার হ্যান্ডেলে ওই তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করেছেন। টুইটে মহুয়া লিখেছেন, 'দুঃখিত, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রতিনিধিত্ব করার নির্বাচন সেন্সরশিপ গ্রহণ করার জন্য হয়নি। এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। যখন পারেন এটি দেখুন। তবে এটি খুলতে একটু সময় নিচ্ছে।'
উল্লেখ্য, সম্প্রতি বিবিসি-র একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। যা ঘিরে হুলস্থূল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ওই তথ্যচিত্রে গুজরাট দাঙ্গার প্রসঙ্গ রয়েছে। সেই তথ্যচিত্রে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে। তথ্যচিত্রটি মুক্তি পেতেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। মুক্তির পরপরই কেন্দ্রের তরফে এটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া হয়। সেই তথ্যচিত্রটির লিঙ্কই এবার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
সূত্রের খবর, ওই তথ্যচিত্রটি মুক্তির পরপরই টুইটারে সমালোচনার ঝড় ওঠে। বিতর্ক বাড়ছে দেখে তড়িঘড়ি হাজার-হাজার টুইট সরিয়ে ফেলেছে টুইটার কর্তৃপক্ষও। তাতেও সমালোচনার ঝড় থামছে না। বরং তা বেড়েই চলেছে।
আরও পড়ুন- ঝালদায় ‘নো-কম্প্রোমাইজ’! কেন ছোট্ট এই পুরসভাও হাতে রাখতে মরিয়া তৃণমূল?
মহুয়া মৈত্র ছাড়াও বিবিসি-র তৈরি ওই তথ্যচিত্রের ব্যাপারে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছেন তৃণমূলের আর এক সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি টুইটে বলিখেছেন, 'বিবিসি-র তথ্যচিত্র এটাই প্রকাশ করেছে যে কীভাবে নরেন্দ্র মোদী সংখ্যাবলঘুদের প্রতি ঘৃণা ব্যক্ত করেছিলেন।'