Mahua Moitra: 'কাটা মুণ্ডু' ইস্যুতে কবিতার খোঁচা, বিজেপিকে নাস্তানাবুদ করলেন মহুয়া

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কাটা মুণ্ডু মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই মন্তব্যের জেরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি পাশাপাশি সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কাটা মুণ্ডু মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই মন্তব্যের জেরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি পাশাপাশি সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar SIR, voter list update, Mahua Moitra, Amit Shah resignation, Election Commission, fake voters, illegal voters, BJP, TMC, border security, voter fraud, CEC, political controversy

বিজেপিকে নাস্তানাবুদ করলেন মহুয়া

Mahua Moitra: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কাটা মুণ্ডু মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই মন্তব্যের জেরে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি পাশাপাশি সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এবার নিজের মন্তব্যের সাফাই দিতে গিয়ে ফের একবার বিজেপিকে বিঁধলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।  নিজের এক্স-হ্যান্ডলে সুকুমার রায়ের ‘বিজ্ঞান শিক্ষা’ ও ‘গোঁফ চুরি’ কবিতা পোস্ট করে মহুয়া লিখেছেন, “যত দিন না তোমরা সুকুমার রায়কে পড়বে এবং তাঁর প্রশংসা করবে, তত দিন তোমরা বাংলা জিততে পারবে না।”

Advertisment

মহুয়ার দাবি, তাঁর মন্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করছে বিজেপি। ‘মাথা কেটে দেওয়া’ আসলে বাংলা ভাষায় ব্যবহৃত একটি রূপক—এমনটাই স্পষ্ট বার্তা  দিয়েছেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে   মহুয়া বলেন, ‘‘মাথা কাটা নিয়ে নাচানাচি করছেন, অথচ বাংলা সাহিত্যের এতটুকু জানেন না। সুকুমার রায়ের কবিতা পড়লে বুঝতেন মাথা কাটা কাকে বলে।’’ শনিবার ফেসবুক লাইভে মহুয়া সুকুমার রায়ের ‘বিজ্ঞান শিক্ষা’ কবিতা পাঠও করেন তিনি। কবিতা পাঠের শেষে মহুয়া মন্তব্য করেন, ‘‘আপনাদের মাথা ঠান্ডা রাখুন, যাতে সেগুলি কাটা না পড়ে।’’

Advertisment

প্রসঙ্গত, অমিত শাহকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্যের জেরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। দিল্লিতে বিজেপি বিধায়ক রবীন্দ্র নেগি এবং নদীয়ার এক বিজেপি কর্মী আলাদা ভাবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এই ইস্যুতে ক্ষোভ উগড়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যোগীর দাবি, তৃণমূল কংগ্রেসের এই অশালীন মন্তব্য গোটা দেশের প্রতি অপমান এবং এর জন্য অবিলম্বে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘও কড়া ভাষায় সমালোচনা করে, মহুয়া মৈত্রের বক্তব্যকে গণতান্ত্রিক রাজনীতির  কলঙ্ক বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই ধরনের 'বিষাক্ত' শব্দে শুধু বাংলা নয়, গোটা দেশের মাথা হেট হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, বিজেপি নেতাদের হুমকি দিয়ে তৃণমূল কংগ্রেস ‘ইন্ডিয়া’ ব্লকের হতাশা ও অরাজক মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 

আরও পড়ুন- মহুয়ার বিতর্কিত মন্তব্যে তৃণমূলকে ধুয়ে দিলেন যোগী, হিমন্তের নিশানাতেও কৃষ্ণনগরের সাংসদ

Mahua Moitra