Advertisment

তৃণমূলে যোগ দিলেন প্রতিবাদী শিক্ষক মইদুল ইসলাম, বিষ খাওয়া সেই পাঁচ শিক্ষিকাও

এবার মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে চান মইদুলরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল ঘাসফুল শিবিরে।

বিকাশ ভবনের সামনে বদলির প্রতিবাদে বিষ খেয়েছিলেন পাঁচ শিক্ষিকা। আত্মহত্যার চেষ্টা করায় তাঁদের বিরুদ্ধে মামলাও করেছিল রাজ্য সরকার। এবার তাঁরা-সহ আরও বহু শিক্ষক-শিক্ষিকা রবিবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে রাজ্যের শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম-সহ কমিটির ৩০০ জন সদস্য ঘাসফুলের পতাকা ধরলেন এদিন।

Advertisment

এদিনের যোগদান পর্বে ছিলেন সেই পাঁচ শিক্ষিকাও। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে এদিন যোগদান করেন তাঁরা। উল্লেখ্য, গত ২৪ অগস্ট শিশুশিক্ষা কেন্দ্রের পাঁচ শিক্ষিকা উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

১৮ অগস্ট বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দফতর। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা বা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। কোও আবেদনে লাভ না হওয়ায় মইদুলের নেতৃত্বে বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন শিক্ষকরা।

এরপর আন্দোলনের জন্য মইদুলের বাড়িতে পুলিশ চড়াও হয়ে তাঁকে থানায় তুলে আনে। এর প্রতিবাদ জানায় বিজেপি-সহ বাম-কংগ্রেস। তারপর শোনা যাচ্ছিল, রাজনীতিতে যোগ দিতে পারেন মইদুল। এদিন সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। তৃণমূলে যোগ দিলেন মইদুল-সহ প্রতিবাদী শিক্ষক-শিক্ষিকারা।। এদিন প্রত্যেক জেলা থেকে সংগঠনের ১৫ জন করে মোট ৩০০ জন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার আরও ২ হাজার সদস্য তৃণমূলে যোগ দেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ মিশে গেল ঘাসফুল শিবিরে।

আরও পড়ুন বিমান নামার অনুমতি নেই, আজ ত্রিপুরা যাওয়া হল না অভিষেকের

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর মইদুল বলেন, "পেশাগত ভাবে আন্দোলন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য। তবে এই আন্দোলন হঠকারী সিদ্ধান্ত ছিল। সরকার আলোচনা চেয়েছিল। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিলাম। ব্রাত্য বসু আগামী সপ্তাহে সময় দিয়েছেন। তখন আলোচনা হবে।" এবার মোদী সরকারের জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে চান মইদুলরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maidul Islam bratya basu tmc
Advertisment