Advertisment

পালিয়েও শেষ রক্ষা হল না, এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার

গত মঙ্গলবার এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ভানু বাগ।

author-image
IE Bangla Web Desk
New Update
main accused in egra explosion Bhanu Bagh arrested update

এগরা বিস্ফোরণে মূল অভিযুক্ত-সহ গ্রেফতার ৩।

পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মূল অভিযুক্ত ভানু বাগ গ্রেফতার। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেকেও। গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। বেআইনি ওই কারখানার মালিক ভানু ওরফে কৃষ্ণপদ বাগ। বিস্ফোরণের পরেই এলাকা ছেড়ে চম্পট দেন ভানু বাগ। রাজ্যের সীমানা পেরিয়ে তিনি ওড়িশায় পালিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছিলেন স্থানীয়ারা। সেই মতো ওড়িশার কটকের একটি হাসপাতালে হানা দিয়ে ভানু বাগ ও তাঁর ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Advertisment

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ওই বাড়িটির কাঠামো ছাড়া বাকি সব কিছু উড়ে যায়। মারাত্মক ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েককজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। খাদিকুল গ্রামের ওই বাজি কারখানার মালিক ভানু বাগ। বিস্ফোরণের সময়েও ভানু সেখানেই ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বিস্ফোরণের জেরে তিনিও জখম হয়েছিলেন।

আরও পড়ুন- ভোর-ভোর বেড়িয়ে চাইলে সন্ধেতেই ফিরুন বাড়ি, আজ পুরী-হাওড়া বন্দে ভারতের সূচনা

স্থানীয়রা জানিয়েছিলেন, বিস্ফোরণের পরপরই একটি গাড়িতে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যান ভানু বাগ। তিনি ওড়িশায় পালিয়েছেন বলে পুলিশ সূত্র মারফত খবর পায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগরা বিস্ফোরণের তদন্তভার সিআইডির হাতে দেন। বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে ওড়িশার কটকের একটি হাসপাতালে হানা দেয় পুলিশ।

ওই হাসাপাতালেই ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপো চিকিৎসাধীন ছিলেন বলে সূত্রের খবর। এঁরা প্রত্যেকেই বিস্ফোরণের জেরে আহত হয়েছেন। কটকের ওই হাসপাতাল থেকেই ভানু বাগ, তাঁর ছেলে ও ভাইপোকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

West Bengal egra blust police Arrested CID
Advertisment