Advertisment

বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', এবার মমতার সরকারের বিরুদ্ধে সুপ্রিম-দুয়ারে সিনেমার নির্মাতারা

গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন, এ দিন তা বাস্তবায়িত হল।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court stays mamata government order on banning the kerala story in west bengal, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা সরকারের, বাংলায় দেখানো যাবে 'দ্য কেরালা স্টোরি'

'দ্য কেরালা স্টোরি' নিয়ে তুমুল বিতর্ক।

'দ্য কেরালা স্টোরি' ঘিরে বিতর্ক তুঙ্গে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই সিনেমাতে সাম্প্রদায়িকতাকে উস্কানি রয়েছে বলে সোমবারই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই রাজ্য সরকার 'দ্য কেরালা স্টোরি'-কে নিষিদ্ধ ঘোষণা করেছিল। গর্জে ওঠে বিজেপি। নবান্নের এই পদক্ষেপে শিল্প ও শিল্পীদের নানা মত রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যাতে 'দ্য কেলারা স্টোরি'র উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় এই আবেদন জানিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করল সিনেমার নির্মাতারা।

Advertisment

ডিএমকে শাসিত তামিলনাড়ুতে 'দ্য কেরালা স্টোরি' নিয়ে বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। ফলে এই সিনেমাটি প্রদর্শনের জন্য হল পেতে অসুবিধা হচ্ছে। বেশ কয়েকটিতে আবার সিনেমাটি প্রদর্শন বন্ধ করা হয়েছে। তাই তামিলনাড়ুতে এই সিনেমা প্রদর্শনের সময় নিরাপত্তার দাবি জানিয়েছেন সিনেমার নির্মাতারা।

সোমবারই নবান্নে বসে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে, 'দ্য কেরালা স্টোরি' বিশেষ এক সম্প্রদায়কে নিশানা করে তৈরি করা হয়েছে। তারপরই রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের তৈরি সিনেমাটি বাংলায় নিষিদ্ধ করা হয়। প্রায় সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন 'দ্য কেরালা স্টোরির' প্রযোজক বিপুল শর্মা। মঙ্গলবার সেই হুঁশিয়ারিই বাস্তবায়িত হল।

বাঙালি পরিচালকের ছবি 'দ্য কেরালা স্টোরি' বাংলায় নিষিদ্ধ হলেও অবশ্য বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে কর-মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। প্রশংসা কুড়িয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

supreme court Mamata Banerjee West Bengal Mamata Government The Kerala Story
Advertisment