Advertisment

Ramlala Model: জীবন্ত 'রামলালা'র দেখা মিলল বাংলায়, মেকআপ শিল্পীর বিরল নজিরে বিরাট হইচই...

এমন সৃষ্টি মুগ্ধ করেছে লাখো মানুষকে।

author-image
Sayan Sarkar
New Update
Ayodhya Ram Mandir,Ram Lalla,Living Ram Lalla Idol,Ram Lalla Idol in Ayodhya,Makeup Artists Created Living Ram Lalla Idol in Asansol"/>

আসানসোলে এবার দেখা মিলল জীবন্ত রামলালার।

আসানসোলে এবার দেখা মিলল জীবন্ত রামলালার। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর এমনই কাণ্ডে শোরগোল ফেলে দিয়েছেন লালগঞ্জের বাসিন্দা মেকআপ আর্টিস্ট দম্পতি রুবি ও আশিস। তাঁদের এই সৃষ্টি মুগ্ধ করেছে লাখো মানুষকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে জীবন্ত রামলালার খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।

Advertisment

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পর রামলালাকে একবার চাক্ষুষ করতে প্রতিদিন সেখানে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। সেদিনের রামলালার সেই রুপ দেখে মোহিত হয়ে যান রুবি ও আশিস। সেদিন থেকে শুরু হয় একেবারে আলাদা কিছু বানানোর পরিকল্পনা। তারপরই জীবন্ত রামলালা বানানোর সিদ্ধান্ত নেন দম্পতি।

জীবন্ত এই রামলালা গড়তে মডেল হিসাবে বেছে নেওয়া হয় স্থানীয় এক বছর নয়েকের কিশোরকে। জানা গিয়েছে তার নাম আবির দে। দীর্ঘ এক মাসের চেষ্টায় অবশেষে সফল হন দম্পতি। এতে ব্যবহার করা হয়েছে হাতে তৈরি সামগ্রী ও হালকা অলঙ্কার। তবে জ্যান্ত এই রামলালাকে দেখে চোখ ফেরানোই দায়।

শিল্পী আশিষ কুণ্ডু বলেন, ‘রাম লালার মূর্তি দেখেই মাথায় এই পরিকল্পনা। এর আগে অনেক দেবদেবীর মূর্তি গড়লেও এটা আমার সেরা কাজ। জীবন্ত রাম লালা গড়তে সময় লেগেছে প্রায় একমাস। সবকিছুই হাতে তৈরি করা হয়েছে’। জীবন্ত রামলালার ছবি ও ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। মানুষজন এমন সৃষ্টিকে কুর্নিশ জানিয়েছেন।

Ram Temple West Bengal
Advertisment