Advertisment

Premium: দুরন্ত গতিতে চলছে রথ তৈরির কাজ, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে?

Digha: প্রতি বছর দিঘার সমুদ্র পাড়ে থাকা জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবারেও রথ চলবে। নতুনভাবে বড় আকারের রথ নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। ২০১৮ সালে পর্যটকদের জন্য দিঘাতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করে রাজ‌্য সরকার। এর পরেই চলে জমির খোঁজ। অবশেষে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরির কাজ শুরু হয়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
making rath is going on and increasing speculation about inauguration Jagannath temple in Digha

Digha: দিঘায় রথ তৈরির কাজ চলছে, একইসঙ্গে শেষ মুহূর্তের মন্দির তৈরির কাজও চলছে।

Jagannath Temple-Rath Yatra 2024: দিঘায় এককথায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রথ ও জগন্নাথ মন্দির মন্দির তৈরির কাজ চলছে। রথযাত্রা আগামী ৭ জুলাই হলেও জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? তা নিয়ে ধোঁয়াশার অন্ত নেই। প্রতি বছর দিঘার সমুদ্র পাড়ে থাকা জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার নতুনভাবে বিশাল আকারের রথ তৈরির কাজ শুরু হয়েছে। পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। আর তাই এবার সৈকত নগরী দিঘায় এবার মহা ধূমধামের সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। সেই রথের কাঠামো তৈরির কাজও শুরু হয়েছে।

Advertisment

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ ব্যাপকভাবে বাড়ছে। সুবিশাল এই মন্দির উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুণছেন প্রত্যেকে। দিঘার জগন্নাথ মন্দির। সেই মন্দির চত্বরে রথের কাঠামো তৈরি হওয়ায় মন্দিরের উদ্বোধন নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দিঘা থানার সামনে সমুদ্রপাড়ে থাকা পুরনো জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এবার মহা ধুমধামে রথযাত্রা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ মন্দির। চলতি বছরের এপ্রিল মাসে এই মন্দিরটির উদ্বোধন হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পর তোড়জোড় শুরু হয়ে যায় রাজ্যের প্রশাসনিক মহলে।

আরও পড়ুন- Ilish: নয়া উপায়ে ইলিশ চাষে যুগান্তকারী সফলতা! ভাঁড়ার উপচে আয়, এবার বছরভর খান ইলিশ

তবে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় থমকে যায় মন্দিরের উদ্বোধনের পর্ব। নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দিঘায় জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ভোট শেষ হলেই মন্দিরের উদ্বোধন হবে। আর তারপর রথের কাঠামো তৈরির কাজ দেখে মন্দিরের উদ্বোধন নিয়ে জল্পনা বেড়েছে মানুষের মধ্যে। আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব।

প্রতি বছর দিঘার সমুদ্র পাড়ে থাকা জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবারেও রথ চলবে। নতুনভাবে বড় আকারের রথ নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। ২০১৮ সালে পর্যটকদের জন্য দিঘাতেই জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করে রাজ‌্য সরকার। এর পরেই চলে জমির খোঁজ। অবশেষে নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরির কাজ শুরু হয়।

আরও পড়ুন- Abhijit Mukherjee: ‘ঢের হয়েছে আর নয়!’ তৃণমূল ছেড়ে এবার কোন দলে যেতে চান প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ?

ইতিমধ্যেই সেই কাজ প্রায় শেষের পথে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার এই মন্দিরটিরও। পাশাপাশি মন্দিরের পারিপার্শ্বিক নকশাও কিছুটা একই থাকছে। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বলেন, “রথযাত্রা মহাধূমধামের সঙ্গে পালিত হবে। তবে মন্দির উদ্বোধনের কোনও খবর এখনও নেই। পুরনো জগন্নাথ মন্দিরকে ঘিরে উৎসব হবে। আর মন্দির উদ্বোধন না হওয়া পর্যন্ত রথযাত্রার উৎসব করা যাবে না।”

আরও পড়ুন- Skeleton: রাস্তার কাজের সময় হাড়হিম ঘটনা! মাথার খুলি, হাড়গোড় উদ্ধারে তোলপাড়!

তবে ইতিমধ্যে রাজ্যের মুখ্যসচিব প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেছেন, মন্দিরের ঠাকুর এসেছে। প্রশাসনের পক্ষ থেকে মন্দিরের মেন গেটের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। দ্রুততার সাথে সব কাজ হলেও কবে মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে তার সঠিক দিনক্ষণ জানানো হয়নি। কাজের তোড়জোড় দেখে সোশাল মিডিয়ায় একটি পোস্ট খুব ভাইরাল হয়েছে। সেই পোস্টে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে। লেখা হয়েছে, আগামী ৭ জুলাই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। যদিও এই পোস্টের কোনও সত্যতা নেই বলেই জানিয়েছে প্রশাসন।

ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়নি। কেউ এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন না বা শেয়ার করবেন না। তবে কবে হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে আমজনতা।

Purba Medinipur West Bengal Jagannath Temple Rath yatra
Advertisment