Advertisment

আরও একবার ইডি'র হাজিরা এড়ালেন মমতার মন্ত্রী, এবার কী কারণ দেখালেন?

এই নিয়ে কতবার?

author-image
IE Bangla Web Desk
New Update
malay ghatak avoided ed appearance again in coal smuggling case , কয়লা পাচার মামলায় ফের ইডি'র হাজিরা এড়ালেন মলয় ঘটক

চিন্তা বাড়ছে মমতার?

আরও একবার ইডি-র হাজিরা এড়ালেন মলয় ঘটক। কেন এই গড়হাজিরা? ইতিমধ্যেই সে কারণ চিঠি দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন বলে খবর। চিঠিতে মলয় ঘটক লিখেছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না।

Advertisment

কয়লা পাচার মামলায় গত ২৬ জুন মলয় ঘটককে ইডি তলব করেছিল দিল্লিতে। সেইসময় পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী। তার আগে, ২০ জুনও তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। সেই হাজিরাও এড়িয়ে গিয়েছিলেন মলয়।

আরও পড়ুন- সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা মুখ্যমন্ত্রীর নয়া নিরাপত্তা উপদেষ্টা, নিয়োগে সিলমোহর মন্ত্রিসভার

এর আগে কয়লা পাচার মামলার তদন্তে নেমে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল মলয় ঘটকের বাড়িতে। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের দক্ষিণ কলকাতা ও আসানসোলের পৈতৃক বাড়িতে। রাজভবনের মন্ত্রী কোয়ার্টারেরও হানা দিয়েছিল সিবিআই। এর পরই জিজ্ঞাসাবাদের জন্য মলয় ঘটককে ইডি ডাকাডাকি শুরু করে। যার প্রতিবাদে রাজ্যের আইনমন্ত্রী সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে, বাংলার মন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে।

ইডি'র দাবি , আদালতের নির্দেশ মেনেই প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয়কে ডাকা হচ্ছে। কিন্তু কোনওবারই তিনি আসছেন না। সূত্রের খবর, বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে যাচ্ছে বলে মনে করছে ইডি। পরবর্তী পদক্ষেপের জন্য কেন্দ্রীয় এজেন্সি আইনি পরামর্শ নিচ্ছে বলে খবর।

Enforcement Directorate Coal Smuggling Case malay ghatak
Advertisment