Advertisment

দুরন্ত সাফল্য! সর্বভারতীয় ক্ষেত্রে অভূতপূর্ব নজির! অনন্য কীর্তির নতুন মাইলফলক ছুঁল বাংলার ছেলে!

সর্বভারতীয়স্তরের একাধিক ক্ষেত্রে এর আগে অনেক তরুণ-তরুণীই বাংলার মুখ উজ্বল করেছেন। এই যুবকও এবার তাঁদেরই একজন হয়ে উঠেছেন। ছোট থেকেই মেধাবী এই পড়ুয়া আজ যে কীর্তি স্থাপন করেছেন তাতে তাঁর পরিবার স্বভাবতই উচ্ছ্বসিত। তবে সাফল্য পেলেও আত্মতুষ্টিতে ভুগতে চায় না এই যুবক। আগামী দিনে আরও বড় সাফল্য ছোঁয়ার ব্যাপারেও বেশ আশাবাদী তিনি।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Malda biddyut halder ranked 146 in civil engineering examination

কৃতী যুবককে স্থানীয় পুরসভার তরফে সংবর্ধনা জ্ঞাপন।

এর আগেও বাংলা থেকে অনেক কৃতীই সর্বভারতীয়স্তরে সাফল্য পেয়েছে। ফের একবার বেনজির কীর্তির মতুন মাইলস্টোন ছুঁল আরও এক পড়ুয়া। স্নাতকস্তর উত্তীর্ণ এই পড়ুয়ার অদম্য জেদই তাঁকে এনে দিল নজিরবিহীন এই সাফল্য। তাঁর এই বেনজির কীর্তিতে তাঁর পরিবারের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও।

Advertisment

কী করেছেন এই পড়ুয়া, যা ঘিরে এত আলোচনা…

সর্বভারতীয়স্তরে সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) পরীক্ষায় ১৪৬ নম্বর র‍্যাঙ্ক করেছেন পুরাতন মালদার এই পড়ুয়া। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুরাতন মালদার ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লির ছাত্র বিদ্যুৎ হালদার। তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে পুরাতন মালদা পুরসভার তরফে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে এই পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন বিদ্যুৎ হালদার। তাঁর বাবা একজন স্বর্ণ ব্যবসায়ী। মা যমুনা সরকার গৃহবধূ । বিদ্যুৎ হালদার মাধ্যমিক জেলা স্কুল থেকেই পাশ করেছিলেন। উচ্চ মাধ্যমিক পাশ করেন অক্রূরমণি হাইস্কুল থেকে। পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বি টেক পাশ করেছেন বিদ্যুৎ। বিভিন্ন সময় নানা পরীক্ষা দিতে থাকেন তিনি। তবে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এবার ১৪৬ নম্বর র‍্যাঙ্ক করেছেন তিনি।

আরও পড়ুন- নামী দামী বেসরকারি স্কুলও ভাবতেই পারবে না! তাকলাগানো কীর্তি বাংলার এই সরকারি স্কুলের

পুরাতন মালদা (Puratan Malda) পুরসভার চেয়ারম্যান সফিকুল ইসলাম তাঁর বাড়িতে গিয়েছিলেন। তাঁকে ফুলের তোড়া ও মিষ্টি এবং ডায়েরি দিয়ে সংবর্ধনা জানানো হয় পুরসভার তরফে। ছেলের এই নজিরবিহীন সাফল্যে স্বভাবতই বেশ খুশি তাঁর বাবা-মা থেকে শুরু করে আত্মীয়স্বজনেরা। এরই পাশাপাশি এলাকাবাসীরাও বিদ্যুতের এই সাফল্যে উচ্ছ্বসিত।

West Bengal Maldah civil engineering
Advertisment