/indian-express-bangla/media/media_files/2025/01/12/XxZijAa6b9DntuO9Noxt.jpg)
ধৃত বাংলাদেশি তরুণী
ভালোবাসার টানে সীমান্ত কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার ভোরে ইংরেজবাজার ব্লকের সীমান্তবর্তী এলাকা সুস্থানী মোড় থেকে ওই বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে এদিন মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই তরুণীর নাম দেবীরানী দাস (২০)। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। এদিন ভোরে মহদিপুর ভারত - বাংলাদেশ সীমান্তের চোরাপথ দিয়েই মালদায় অবৈধভাবে অনুপ্রবেশ করে ওই তরুণী । মহদিপুর থেকে সুস্থানি মোড় এলাকার দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। ওই সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের পর দীর্ঘ পথ পায়ে হেঁটেই সুস্থানি মোড় চলে আসে ওই তরুণী। কিন্তু সেখানে এসেই ব্যস্তবহুল ওই এলাকায় তালগোল হারিয়ে ফেলে ওই তরুণী। এদিন ভোরে সীমান্তবর্তী এলাকায় ইংরেজবাজার থানার পুলিশের একটি ভ্যান টহলদারি চালানোর সময় ওই তরুণীকে ফাঁকা রাস্তায় দেখে সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই বাংলাদেশী নাগরিক হওয়ার বিষয়টি সামনে বেরিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী নাকি মালদার কোনও এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক তৈরি হয়। সেই যুবকই নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। আর তাতেই মহদিপুর সীমান্তের বিএসএফের চোখে ধুলো দিয়েই কোনও একটি চোরাপথ দিয়েই এপারে প্রবেশ করে। কিন্তু ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই তরুণী কোথায় যাবে সেটা বুঝে উঠতে পারছিল না। তবে ভোরের সীমান্তবর্তী ফাঁকা রাস্তা দিয়ে এতটা পথ পেরিয়ে সুস্থানি মোড়ে ওই তরুণী কিভাবে এল সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আসলেই ওই বাংলাদেশী তরুণী সত্যি কথা বলছে কিনা সেটাও তদন্ত সাপেক্ষ। নাকি কোনও নারী পাচারকারীর খপ্পরেও পরে থাকতে পারে সে। তবে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের করার কথা জানিয়েছে তদন্তকারী পুলিশকর্তারা। অন্যদিকে মালদার ভারত - বাংলাদেশ সীমান্তের হবিবপুর এলাকা দিয়ে ওপার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়লো এক ব্যক্তি। পরে ধৃতকে সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কর্তৃপক্ষ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেলডাঙ্গা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জাকির হোসেন সিদ্দিকী সাড়াঙ্গ (৫৮)। তার বাড়ি মুম্বাইয়ে। কয়েক মাস আগে, দক্ষিণ ২৪ পরগনার কোনও এক সীমান্ত দিয়েই চোরাপথে ওপারে গিয়েছিল ওই মধ্যবয়স্ক ব্যক্তি। এরপরে এদিন মালদার হবিবপুর এলাকার ভারত-বাংলাদেশের ওই সীমান্তর চোরা পথ দিয়েই এপারে অনুপ্রবেশ করতে গিয়েই কর্তব্যরত বিএসএফ জাওয়ানদের হাতে ধরা পড়ে যায় ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, কি উদ্দেশ্যে ওই ব্যক্তি বাংলাদেশে গিয়েছিল এবং আবারও এপারে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা চালাই সেটা এখনো পরিষ্কার নয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য মালদা আদালতের মাধ্যমে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।