Advertisment

চরম আতঙ্ক, প্রকাশ্যে শ্যুট-আউট, গুলিতে ঝাঁঝরা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে

জমি বিবাদকে কেন্দ্র করে ঝামেলা বলে স্থানীয়দের দাবি।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
malda chanchol shoot out incident , চরম আতঙ্ক, প্রকাশ্যে শ্যুট-আউট, গুলিতে ঝাঝরা দেহ লুটিয়ে পড়ল মেঝেতে

জালালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা।

মালদহের চাঁচোল থানার জালালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা। জমি বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চলল গুলি। সকালবেলা শুট আউটের ঘটনায় এক যুবকের মৃত্যু হল।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সইদুল আলি (৩০)। বাড়ি জালালপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, একটি জমির দখলদারীকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। জমির দখলদারি কার? সেই নিয়ে আদালতে মামলা গড়ায়। তারপরেও জমির বিবাদে দুই প্রতিবেশীর মধ্যে লড়াই জারি ছিল। অভিযোগ, এদিন সকালে অভিযুক্তরা বিতর্কিত জমির দখল নিতে আসে। সেই জমি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ঘিরে ফেলার চেষ্টা করে। সেই সময় বাধা দিতে যায় সইদুল আলী। এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে বিবাদ। এসবের মধ্যেই সইদুলের মাথা লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা।

ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এলে বিক্ষোভ শুরু হয়। চলে পথ অবরোধ করে বিক্ষোভ। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ দেহটি পড়েছিল এলাকায়। পরে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।‌ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

Maldah Malda
Advertisment