Rahul Gandhi-Bharat Jodo Nyay Yatra: ফের এরাজ্যে রাহুল গান্ধীর কর্মসূচিতে 'বাধা'। আর ক'দিনেই ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) নিয়ে মালদায় (Malda) ঢুকবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী ৩১ জানুয়ারি মালদায় ঢোকার কথা কংগ্রেস সাংসদের (Congress MP)। ওই দিন সরকারি গেস্ট হাউসে তাঁর মধ্যাহ্নভোজ ও সাময়িক বিশ্রামের বন্দোবস্ত করার কথা ভেবে রেখেছিল জেলা কংগ্রেস নেতৃত্ব। তবে রাহুল গান্ধীর জন্য সরকারি ওই গেস্ট হাউস ব্যবহারের অনুমতিই দেওয়া হল না। এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।
উল্লেখ্য, মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভালুকা গেস্ট হাউসটি সেচ দফতরের অধীনস্থ। সেখানেই সাংসদ রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজনের কথা ভেবে রেখেছিল কংগ্রেস নেতৃত্ব। তবে জেলা কংগ্রসে নেতৃত্বের অভিযোগ, নানা অজুহাত দেখিয়ে সেই গেস্ট হাউস ব্যবহারের অনুমতিই দেওয়া হয়নি। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, সরকারের উচ্চ মহলের মনোভাব টের পেয়েই সংশ্লিষ্ট আধিকারিকেরা আতঙ্কে ভুগে গেস্ট হাউস ব্যবহারের অনুমতি দিতে পারছেন না।
অন্যদিকে জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের মেলার উদ্বোধনে জেলায় আসছেন রাজ্যের মন্ত্রীরা। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) আগামী ৩১ জানুয়ারি মালদায় আসছেন। ফলে আগে থেকেই সমস্ত গেস্ট হাউসগুলি বুক হয়ে রয়েছে।
আরও পড়ুন- Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে জানুন! তাঁদেরই সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ
উল্লেখ্য, ৩১ জানুয়ারি চাঁচোলের হরিশ্চন্দ্রপুরে ভারত জোড়ো ন্যায় যাত্রার নেতৃত্ব দেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। পড়শি রাজ্য বিহার (Bihar) থেকে সরাসরি এরাজ্যের হরিশ্চন্দ্রপুরে ঢুকবে রাহুল গান্ধীর র্যালি।
হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকার সেচ দফতরের গেস্ট হাউসে সাংসদ রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজনের আয়োজন করার উদ্যোগ নিয়েছিল জেলা কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এখনও পর্যন্ত সেখানে রাহুল গান্ধীর বিশ্রাম এবং মধ্যাহ্নভোজনের জন্য অনুমতি মেলেনি। এই ঘটনাটি সামনে আসতেই চরম অসন্তোষ তৈরি হয়েছে জেলা কংগ্রেস নেতৃত্বের মধ্যে।
যদিও প্রশাসনের একটি সূত্রের দাবি, আগামী ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরকে ঘিরে আগে থেকেই জেলার সমস্ত গেস্ট হাউসগুলি বুক হয়ে রয়েছে। ওই গেস্ট হাউসে রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিক ও মন্ত্রীরা থাকবেন।
আরও পড়ুন- Left won: শুভেন্দুর জেলায় ঝাঁঝালো সাফল্য বামেদের! লাল-ঝড়ে কাত TMC-BJP
জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার বলেন, "ভালুকায় সেচ দফতরের মহানন্দা এমব্যাঙ্ক মেন্টের যে গেস্ট হাউসটি রয়েছে, সেটা আমরা অনেকদিন আগে থেকেই বুক করার চেষ্টা করছিলাম। নিয়ম মাফিক আবেদন করেছিলাম। এখন মুখ্যমন্ত্রী আসছেন। হঠাৎ করে এই অজুহাত দেখিয়েই গেস্ট হাউস দেওয়া হচ্ছে না। আসলে আধিকারিকদের মধ্যে একটা ভয়, ভীতি ও আতঙ্ক কাজ করছে।"
আরও পড়ুন- Madhyamik Examination: এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট আপডেট, শিক্ষক-শিক্ষিকারা এখবর আগে জানুন!
তৃণমূলের জেলার সহ-সভাপতি বাবলা সরকারের কথায়, "সামনেই মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। তার আগে স্কুল পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় শিক্ষামূলক মেলা হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউসে সরকারি আধিকারিকেরা এসে থাকছেন। এছাড়াও রাহুল গান্ধী সফরের দিন মুখ্যমন্ত্রীর মালদায় প্রশাসনিক বৈঠক রয়েছে। বিভিন্ন দফতরের সচিব, আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীদের জন্য আগে থেকে গেস্ট হাউসগুলি বুক করা রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। এখন কংগ্রেসের ঘুম ভেঙেছে। মানুষকে আবোল-তাবোল কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।"