Advertisment

জলে থইথই 'উন্নয়ন'! এমারজেন্সি থেকে রোগীদের কোলে করে ওয়ার্ডে নিয়ে গেলেন আত্মীয়রা

হাসপাতালের কর্মী না-মেলায় রোগীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা আত্মীয়দেরকেই করতে হয়েছে।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
MALDA_HOSPITAL 4

জলমগ্ন মালদা জেলা হাসপাতাল চত্বর

মাত্র ঘণ্টাখানেকের বৃষ্টি। তাতেই জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। জলমগ্ন হয়ে পড়েছে মালদা শহরের বিভিন্ন এলাকাও। আর, এর ফলে সোমবার চূড়ান্ত নাকাল হতে হল রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের।

Advertisment
publive-image

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার দুপুর থেকেই টানা বৃষ্টির জেরে এই অবস্থা সৃষ্টি হয়। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে মাতৃমা বিভাগ জলে থইথই করতে শুরু করে। জরুরি বিভাগের সামনে হাঁটুজল জমে যায়।

publive-image

যার ফলে আরও সমস্যায় পড়তে হয় রোগী এবং তাঁদের আত্মীয়দের। জরুরি বিভাগ থেকে রোগীদের ভর্তি করতে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যাওয়ার দায়িত্ব এখানে রোগীর আত্মীয়দেরকেই পালন করতে হয়। তার ফলে, রোগী ও তাঁদের আত্মীয়রা আরও অসুবিধায় পড়েন। কীভাবে, এই ভরা জলের মধ্যে দিয়ে তাঁরা রোগীদের ওয়ার্ডে নিয়ে যাবেন, তা বুঝতেই নাকাল হন অনেকে। যাঁরা শক্তসমর্থ, বাধ্য হয়ে কোলে রোগীদের ওয়ার্ডে পৌঁছে দেন।

publive-image

রোগীর আত্মীয়দের ক্ষোভের মুখে মালদা মেডিক্যাল কলেজের সহকারি চিকিৎসক ড. পুরঞ্জয় সাহা বলেন, 'আমরা যেটুকু পেরেছি করেছি। পূর্ত দফতরকে দ্রুত জল নামানোর জন্য অনুরোধ করা হয়েছে।'

publive-image

তার মধ্যেই বিভিন্ন জায়গায় জল বেশি থাকায়, কিছু রোগীর আত্মীয়ের কোমর পর্যন্ত ডুবে যায়। এই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন রোগীর আত্মীয়রা। হাসপাতালের পাশাপাশি, মালদার ইংলিশবাজার পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ড-সহ একাধিক ওয়ার্ডও জলমগ্ন হয়ে পড়ে।

আরও পড়ুন- অভিষেককে ইডির ডাক, ‘ব্যুমেরাং হবে’, হুঁশিয়ারি মমতার

রোগীর আত্মীয়দের অভিযোগ, মালদা মেডিক্যাল কলেজে অল্প বৃষ্টিতেই এমন জলমগ্ন হয়ে যাওয়া নতুন কিছু নয়। অতীতেও বারবার এমন ঘটনা ঘটেছে। এনিয়ে কর্তৃপক্ষকে বারবার বলেও সুরাহা হয়নি। যার ফলে, বর্ষায় হামেশাই ভুগতে হয় রোগী ও তাঁদের আত্মীয়দের। এই হাসপাতাল শুধু মালদাই নয়, আশপাশের জেলার রোগীদেরও ভরসা। এমনকী, ভিনরাজ্য থেকেও এই হাসপাতালে রোগীদের নিয়ে তাঁদের আত্মীয়রা ছুটে আসেন। কিন্তু, কিছুতেই বর্ষায় হাসপাতালের জলবন্দি পরিস্থিতি বদলায় না।

rain Malda medical College Water Logging
Advertisment