Advertisment

দাদা প্রার্থী হওয়ায় ভাইকে অপহরণ! অভিযোগ বিজেপির, নিখোঁজ রয়েছেন শ্বশুরবাড়িতে- দাবি পুলিশের

অপহরণ ঘিরে চরম রহস্য।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
malda english bazar panchayat samity bjp nimai singh prosenjit singh , দাদা প্রার্থী হওয়ায় ভাইকে অপহরণ! অভিযোগ বিজেপির, নিখোঁজ রয়েছেন শ্বশুরবাড়িতে- দাবি পুলিশের

অপহরণ ঘিরে রহস্য!

মনোনয়নপর্ব মিটেছে। কিন্তু হিংসার ইতি ঘটেনি। মালদহে বিজেপি প্রার্থীকে না পেয়ে তার ভাইকে অপহরনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী নিমাই সিংহের ভাই প্রসেনজিৎকে অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ৭২ ঘন্টা পার হয়ে গেলেও এখনও নিখোঁজ ওই বিজেপি প্রার্থীর ভাই। ঘটনার প্রতিবাদে যুব মোর্চার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সোমবার। তৃণমুলের অবশ্য দাবি, বিজেপি আগাম হেরে যাবে আন্দাজ করেই কাঁদুনি গাইছে। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisment

ইংরেজবাজার থানার মহারাজপুর এলাকায় বিজেপি প্রার্থী নিমাই সিংহের বাড়ি। অভিযোগ, তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। নিমাই সিংহকে না পেয়ে তাঁর ভাই প্রসেনজিৎ সিংহকে অপহরণ করা হয় বলে অভিযোগ। বাড়ির থেকে একটু দুরে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন প্রসেনজিৎ। সেই সময় চার চাকার একটি গাড়ি এসে দাঁড়ায়। তাতে কয়েকজন দুষ্কৃতি প্রসেনজিত সিংহকে জোর করে অপহরণ করে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার।

publive-image
অপহৃত প্রসেনজিৎ সিংহ

যদিও জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেছেন, 'প্রসেনজিৎ সিংহর খোঁজ পাওয়া গিয়েছে। তিনি মোথাবাড়ি থানা এলাকায় নিজের শ্বশুরবাড়িতে ছিলেন। প্রসেনজিৎ সিংহ একটি অভিযোগ দায়ের করেছেন। সেখানে উল্লেখ, অপরিচিত এক ব্যক্তি তাঁকে গাড়িতে উঠতে বলেছিল, পরে তাঁকে বাঁধা পুকুর এলাকায় নামিয়ে দেয় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। অপহরণের একটি মামলা রুজু হয়েছে। প্রসেনজিৎ পুলিশকে জানিয়েছেন ওই ব্যক্তিকে তিনি চেনেন না।' পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে।

দক্ষিন মালদা বিজেপির সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'খুন সন্ত্রাস অপহরনই যদি হবে রাজ্য সরকারের ভোটের কী প্রয়োজন? এর শেষ দেখে ছাড়বো।'

এই ঘটনায় তৃণমূলের জোগ অস্বীকার করেছে শাসক শিবির। তৃণমুলের জেলার সহ সভাপতি শুভময় বসু বলেন, 'পশ্চিমবঙ্গের দু একটি জায়গা বাদে সব জায়গায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন দাখিল হয়েছে। বিজেপি আগাম হেরে যাবে বলে যে কাঁদোনি গাইছে। বিজেপি প্রার্থীর ভাই বাইরে গিয়ে থাকে। সেটা নিয়েই নাটক সৃষ্টি করতে চাইছে বিজেপি। তৃণমূল এইসব ব্যাপারে কোনওদিনই জড়িত ছিল না থাকবে না। প্রশাসনকে বলা হয়েছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে।

panchayat election 2023 Maldah bjp tmc Malda
Advertisment