Advertisment

ভাইফোঁটার পর ফের ফোঁটার আয়োজন! একেবারে হইহই কাণ্ড

উপাচারের থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, একে ওপরের সঙ্গে মেলামেশাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Malda English Bazar , Town bon phonta , মালদা বোন ফোঁটা

চলছে বোন ফোঁটার অনুষ্ঠান।

সোমবার ইংরেজবাজার শহরের নজরুল স্মরণী এলাকার মালদার উঠোন নামক একটি উদ্যানে বোন ফোঁটার কর্মসূচি সাড়ম্বরে পালিত হয়। যেখানে শুধুমাত্র মহিলারাই এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। বোনদের মঙ্গল কামনায় একে অপরকে ফোঁটা দিয়ে এই কর্মসূচি পালন করা হয়। এদিন ৫০ জনেরও বেশি কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সরকারি কর্মচারী, গৃহবধূরা এই বোন ফোঁটায় অংশ নিয়েছিলেন। ফুল, ধান, দূর্বা, উলুধ্বনি আর শঙ্খ বাজিয়ে এই বোন ফোঁটার উৎসব পালিত হয়। এই বোন ফোঁটার মাধ্যমেই মিষ্টিমুখ করার পাশাপাশি একে অপরকে ক্ষুদ্র উপহার দিয়েও সম্মান জানান।

Advertisment

এদিন ইংরেজবাজার শহরে আসা মুর্শিদাবাদের এক গৃহবধূ রেজিয়া সুলতানা বলেন, 'আমি নজরুল সরণি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এই বোন ফোঁটার আয়োজন দেখে অবাক হয়ে যাই। ওদের এই অনুষ্ঠানে আমিও অচেনা অতিথি হিসেবে অংশ নিই। বোনেরা বোনেদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন, এর থেকে আর ভালো কি হতে পারে। এই অনুষ্ঠানটি আমার কাছে খুব সুন্দর লেগেছে।'

বোন ফোঁটার উদ্যোক্তা সদস্যা সুদেষ্ণা মৈত্র বলেন, 'চার বছর আগে বোন ফোঁটার পথ চলা শুরু হয়েছিল। আজও ঠিক সেই ভাবেই এই কর্মসূচি চলে আসছে। ধীরে ধীরে সদস্য সংখ্যাও বেড়েছে। বোনেরা বোনেদের মঙ্গল কামনায় এই কর্মসূচির আয়োজন করে আসছেন। আজকের সমাজের নারীরাও যে পিছিয়ে নেই, তা আমরা এই বোন ফোঁটার মাধ্যমেই মানুষের কাছে তুলে ধরার প্রয়াস চালিয়ে আসছি।'

Malda Maldah
Advertisment