দীপাবলি উপলক্ষে হরিশ্চন্দ্রপুরে রাতভর চললো চটুল নাচের আসর। তার সঙ্গে জুয়ার ঠেক চলারও অভিযোগ উঠেছে। বুধবার রাতের এই ঘটনার পর চটুল নাচের আসরের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতের ভিঙ্গোল গ্রামে কালীপুজো উপলক্ষে একটি মেলাকে কেন্দ্র করেই এই চটুল নাচের আসর বসে বলে অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ টাকার বিনিময়ে এইসব বেআইনি আসর চলার অনুমতি দিচ্ছে। পাল্টা তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ।
চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের অন্তর্গত ভিঙ্গোল গ্রামে বুধবার রাতে কালীপুজো উপলক্ষে একটি মেলা বসে। সেই মেলাতেই সারারাত চলল চটুল নাচের আসর। হিন্দি গানে মঞ্চের মধ্যে স্বল্পবসনা নর্তকীর উদ্দাম নৃত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর সঙ্গে প্রকাশ্যে জুয়ার আসরে চলার অভিযোগ উঠেছে।
হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা তথা মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য বুলবুল খান বলেন, 'এই ধরণের অপসংস্কৃতির নেপথ্যে কংগ্রেসের একাংশ যুক্ত রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতটি কংগ্রেসের দখলে। সংশ্লিষ্ট পঞ্চায়েতের একাংশের মদতেই এই ধরণের বেআইনি কাজকর্ম চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পুলিশকেও এব্যাপারে জানানো হয়েছে।'
হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম বলেছেন, 'এই ঘটনার পিছনে কোনওভাবেই স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ যুক্ত নেই। যারা এই অভিযোগ করছে, আমাদের ধারণা তাদের মদতেই এই ধরণের কাজকর্ম এলাকায় হচ্ছে। পুলিশ প্রকৃত তদন্ত করলেই পুরো বিষয়টি সামনেই বেরিয়ে আসবে।'