Malda news: রেললাইনের সংস্কারের জন্য আচমকাই দু দিন রাত থেকে ভোর পর্যন্ত লেবেল ক্রসিং বন্ধ রাখার নোটিশ পড়তেই অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশান যাওয়ার মালদা - মোথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধের ঘোষণা হতেই নানান প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, এই রাস্তা দিয়েই মৃতের পরিবারের লোকেরা দেহ নিয়ে সৎকার্য্য করতে যান সাদুল্লাপুর মহাশ্মশানে । শুধু তাই নয়, প্রতিদিনই কয়েকশো ছানা ব্যবসায়ীরা মালদা শহরে আসেন বেচাকেনা করতে। কিন্তু ১৬ এবং ২০ এপ্রিল এই দুদিন রাত ন'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার কার্যত নির্দেশ জারি করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ।
মালদা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সাদুল্লাপুর এলাকার রেল লাইনের কয়েকটা অংশে মেরামতির কাজ করা হবে। বর্ষার মরশুমের আগে ওই এলাকার রেল লাইনের ট্রাকের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য মূলত এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেই মানুষকে সচেতন করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট এলাকার রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষেরা জানিয়েছেন, যেখানে রেলের লেভেল ক্রসিংটি রয়েছে, সেই গুমটি ঘরের দুই প্রান্তে ছোট কাগজে পোস্টার সেটে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। এব্যাপারে আরও আগে প্রচার চালানো উচিত ছিল। কারণ , যে দুদিন রাত নয়'টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত লেবেল ক্রসিং বন্ধ রাখার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে মানুষকে আচমকায় যানবাহন করে যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগে পড়তে হবে। মোথাবাড়ি যাওয়ার ক্ষেত্রে কালিয়াচক দিয়ে অন্তত অনেকটাই ঘুরপথে সাধারণ মানুষকে যেতে হবে।
এদিকে সংশ্লিষ্ট এলাকার লেভেল ক্রসিং-এর ইনচার্জ প্রদীপ মণ্ডল জানিয়েছেন, মালদা ডিভিশনের পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। রেলের ট্রাক ঠিক করার জন্য ১৬ এবং ২০ এপ্রিল এই দুই দিন রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কাজ হবে। তার জন্য রাস্তার দুই প্রান্তে লেভেল ক্রসিং বন্ধ থাকবে।