Mango: জেলাজুড়ে নানা কারণে কাটা পড়ছে একের পর এক আম গাছ। পূর্ণবয়স্ক ওই আম গাছগুলি কাটার জেরে ভয়ঙ্কর এক আশঙ্কা বাড়ছে। নির্বিচারে আম গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
মালদার বিভিন্ন এলাকায় নানা কারণে আমগাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। অবিলম্বে এই গাছ কাটার প্রবণতা বন্ধেরও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। তবে এক্ষেত্রে বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তারা।
অবিলম্বে জেলা প্রশাসন এব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ না করলে দ্রুত এব্যাপারে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। পুরাতন মালদা থানা এলাকার একটি আমবাগানে গাছ কাটার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সংগঠনের কর্তারা প্রতিবাদ জানিয়েছেন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে আম গাছ কাটা বন্ধ করতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন- Bhangar Chaos: আবারও বোমাবাজি ভাঙড়ে, রেহাই নেই শিশুরও, আতঙ্কের এলাকায় অশান্তির স্রোত
মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, "মালদায় লাগামছাড়া গতিতে আম গাছ কেটে ফেলা হচ্ছে। এর ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। আমের ফলন কমে আসছে এবং মুকুল দেরিতে হচ্ছে। এছাড়াও পাকার আগেই গাছ থেকে অনেক ক্ষেত্রে আম পেড়ে নেওয়া হচ্ছে। এলাকায়-এলাকায় গিয়ে আম চাষি থেকে শুরু করে সাধারণ মানুষকে এব্যাপারে সচেতন করা হচ্ছে।"
বনদফতরের ভূমিকাতেও অসন্তোষ প্রকাশ করে উজ্জ্বল সাহা আরও বলেন, "যেভাবে আম গাছ কাটা হচ্ছে, তাতে নতুন করে আমবাগান তৈরির সম্ভাবনা কমে যাচ্ছে। বনদফতরের নির্দেশ অনুযায়ী একটা আম গাছ কাটতে গেলে তিন থেকে পাঁচটি নতুন করে আম গাছ লাগানোর কথা। কিন্তু সেগুলো কিছুই মানা হচ্ছে না। এব্যাপারে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানানো হয়েছে।"
আরও পড়ুন- Premium: যাদবপুরে ‘বিরাট’ ফ্যাক্টর ভাঙড়! তৃণমূলকে কাঁটে কি টক্করে ফেলতে তৈরি CPM, কৌশলী BJP
মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরী বলেন, "যারা গাছ কাটছেন, তারা কোনও দলের নয়। তারা এক প্রকারের জমি মাফিয়া। এই সমস্ত জমি মাফিয়ার শাস্তি হওয়া উচিত। পুরো বিষয়টি প্রশাসনের মাধ্যমেও আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছি।"