scorecardresearch

রোগীর গায়ে-মাথায় দিব্যি ঘুরছে ইঁদুর! হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে হইহই কাণ্ড

চিকিৎসা করাতে এসে রোগীর চরম বিপত্তি!

malda medical college rats nuisance , রোগীর গায়ে মাথায় দিব্যি ঘরছে ইঁদুর মালদা মেডিক্যালের ভাইরাল ভিডিও ঘিরে হইহই কাণ্ড
রোগীর গায়ে কম্বলের উপর ঘুরছে ইদুঁর।

কখনও রোগীর পায়ে, আবার কখনও ঘুমন্ত রোগীর মাথার উপরে খেলছে ইঁদুর। পরে, বিরক্ত হয়ে রোগী ইঁদুরটিকে চর, থাপ্পর মারছেন। মালদা মেডিক্যালের রোগী ও ইঁদুরের এমন ‘দ্বৈরথ’ চিত্রই এখন ভাইরাল সমাজ মাধ্যমে।

অভিযোগ, পুরোনো ভবনের পাশাপাশি মালদা মেডিক্যালের ঝাঁ চকচকে ভবনেও ইঁদুরের উপদ্রব ক্রমশ বাড়ছে। রোগীর শয্যায় ইঁদুরের ‘দাপাদাপি’ নিয়ে হাসপাতালের পরিচ্ছন্নতা প্রশ্ন উঠছে। ইঁদুরের উপদ্রব ঠেকাতে ‘পেস্ট কন্ট্রোলের’ জন্য রাজ্যের স্বাস্থ্য ভবনে চিঠি লেখা হয়েছে বলে দাবি মালদা মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহার। তিনি বলেন, ‘রোগীর শয্যায় ইঁদুরের বিষয়টি সহকারি সুপারদের খতিয়ে দেখতে বলা হয়েছে। এছাড়া পেস্ট কন্ট্রোলের জন্য স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।’ এই প্রথম নয়। এর আগেও মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ইঁদুরের উপদ্রবের ছবি সামনে এসেছে।

মালদা মেডিক্যালের মেল মেডিসিন বিভাগের এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর শয্যায় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। এমনকী, ইঁদুরকে ধরে তিনি মারছেন, এমনও ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হতেই হইহই কাণ্ড। মেডিক্যালের সুপার তথা সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহার অবশ্য দাবি করেচেন যে, বিষয়টি জানেন না। পুরটাই খতিয়ে দেখা হবে।

রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতালে ইঁদুর উপদ্রব বাড়ছে। এমন ছবি উঠে আসায় অনেকেই এখন আতঙ্কিত। এই হাসপাতালে চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন। অনেকেই আবার বলছেন, উপায় না থাকায় সবকিছু জেনেই হাসপাতালে চিকিৎসা করাতে হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Malda medical college rats nuisance