Advertisment

Lok Sabha Election 2024: দাপুটে তৃণমূল নেতাকে দেখেই মাথানত বিজেপি প্রার্থীর! ভোট বঙ্গে তুমুল শোরগোল

Lok Sabha Polls 2024: শুক্রবার উত্তর মালদা কেন্দ্রের জেলা কার্যালয় থেকে ধামসা মদল ঢাক সহযোগে আদিবাসী সম্প্রদায় সহ সকলকে নিয়ে মিছিল করে ইংরেজবাজারের জেলা প্রশাসনিক ভবনে যান খগেন মুর্মু।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Malda North BJP candidate Khagen Murmu bowed to TMC leader Krishnendu Narayan Chowdhury during Lok Sabha campaigning 2024 , প্রচারের সময় তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে দেখে প্রণাম করলেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু

TMC-BJP: প্রচারের ফাঁকে এ কী কাণ্ড!

BJP Candidate Khagen Murmu Bowed To TMC Leader Krishnendu Narayan Chowdhury: উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু মনোনয়নের প্রাচারের ফাঁকে মাথানত করে প্রণাম সারলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। পাল্টা হাত তুলে আর্শিবাদ করলেন তৃণমুলের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যন। খগেন মুর্মুর মনোনয়নের আগে এমনই ছবি ধরা পড়লো। লোকসভা ভোটের আগে যা নিয়ে শোরগোল পড়েছে জেলার রাজনীতিতে। তবে উবয়ই বিষয়টিকে 'সৌজন্য' বলে দাবি করেছেন।

Advertisment

শুক্রবার উত্তর মালদা কেন্দ্রের জেলা কার্যালয় থেকে ধামসা মদল ঢাক সহযোগে আদিবাসী সম্প্রদায় সহ সকলকে নিয়ে মিছিল করে ইংরেজবাজারের জেলা প্রশাসনিক ভবনে যান খগেন মুর্মু। মনোনয়ন জমা দেওয়ার পথে ইংরেজবাজার পুরসভার সামনে তৃণমূল কংগ্রেস দাপুটে নেতা তথা শাসক দলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সঙ্গে করমর্দন করে মাথানত করে প্রনাম করেন তিনি।

উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, 'আজকের নমিনেশনে আমাদের কার্যকর্তা সহ সমর্থকরাওও জেলা শাসক অফিস পর্যন্ত এসেছে।। প্রচুর উন্মাদনা ছিল। বিজেপিকে ভোট দেওয়ার জন্য উৎসাহী হয়ে রয়েছেন সকলে। এর থেকেই বোঝা যাচ্ছে দেশের জন্য প্রধানমন্ত্রীর এত কাজ মানুষ পছন্দ করছেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি-ই পারে এই চোরেদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে। সমস্ত লুট থেকে মানুষকে রক্ষা করতে।'

আরও পড়ুন- Dilip Ghosh: চটে লাল দিলীপ! দলীয় কর্মীদের ভয়ঙ্কর তোপ, প্রচারে কী এমন হল?

পাশাপাশি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুবাবুর সঙ্গে প্রণাম ও করমর্দন প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, 'এটাই হল সৌহার্দ্য। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্র বাদী দল তাই আমরা সকলকে একই পরিবারের মানুষ মনে করি।'

রাজ্য তৃণমূলে সহ-সভাপতি তথা ইংরেজবাজারের পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, 'আমি সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলাম। দেখি একটা মিছিল যাচ্ছে। মিছিলের মধ্যে দিয়ে যাওয়া ঠিক নয়। তাই আমি পুরসভার গেটে দাঁড়িয়েছিলাম। সেই সময় বিজেপি প্রার্থী সেখান দিয়ে যাচ্ছিলেন, আমাকে দেখে এসে করমর্দন করেন। কেউ যদি কাছে আসে আমারও সৌজন্যতা আছে। আমি ওনার মিছিলে হেঁটে দেখা করতে যাইনি। উনি আমার কাছে এসেছেন।'

2024 General Election Malda bjp tmc
Advertisment