Controversy Sparks Campaign Of BJP candidate Khagen Murmu: নির্বাচনী প্রচারে বেরিয়ে চরম বিতর্কে উত্তর মালদার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মঙ্গলবার সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছে তৃণমূল। সেখানেই দেখা যাচ্ছে, প্রচারের ফাঁকে এক যুবতিকে আদরের চুমু খাচ্ছেন পদ্ম প্রার্থী! এছাড়াও অন্য এক মহিলার কাঁধে হাত রেখেও চলতে দেখা যাচ্ছে বিদায়ী সাংসদকে। এইসব ছবি নিয়েই এখন মালদার রাজনীতিতে তুমুল শোড়গোল পড়েছে।
খগেন মুর্মুর ছবির দিয়ে তৃণমূলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, 'আপনি যেটা দেখেছেন,সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। র্যিনি প্রচারের মধ্যে একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদির পরিবার। ভাবুনএঁরা ক্ষমতায় এলে কী হবে!'
তৃণমূল সূত্রে খবর, সোমবার চাঁচলের সিহিপুর গ্রামে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভোটপ্রচারে বেরিয়েছিলেন। সেখানকার ভোটের প্রচারের ছবিই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়েই আপত্তি শাসক শিবিরেরে।
তৃণমূলের জেলার সহ সভাপতি বাবলা সরকার বলেন, 'আমরা দেখেছি সোশাল মিডিয়ায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নির্বাচনী প্রচারে বেরিয়ে কাউকে চুম্বন করছে, আবার কোনও মহিলার পিঠে হাত দিয়ে চলছেন। আসলে এই ধরণের কালচার-ই ওদের মানায়। ভোট ভিক্ষা করার সময় এই ধরণের ঘটনা ঘটালে, ভোটে জিতলে তাঁর মানসিকতার কি ধরণের হবে ভাবুন? জনগণ সব বিচার করবে।'
আরও পড়ুন- Sealdah Division Local Train: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য প্রচণ্ড সুখবর, কবে থেকে সব লোকাল ১২ কামরার?
প্রবল শোরগোলের মধ্যে মুখ খুলেছেন খোদ উত্তর মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তাঁর সাফ বক্তব্য, 'ও (মহিলা) আমার আত্মীয়। আমার কাছে ওই মেয়েটি শিশুর মত। আর শিশুকে চুম্বন করা কোনও অন্যায় কাজ নয়। নারীরা হচ্ছেন মা। মহিলাদের শ্রদ্ধা করে ভারতীয় জনতা পার্টি। এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। এই ধরণের অপসংস্কৃতি ওদেরই আছে।'