/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/Same-sex-marriage.jpg)
Same Sex Marriage: মন্দিরে বিয়ে দুই সমকামী তরুণীর।
Same Gender Marriage: দু'জনেই প্রাপ্তবয়ষ্ক বলে দাবি তাঁদের। পরিবারের মত না থাকায় নিজেদের ইচ্ছেতেই দীর্ঘদিনের সম্পর্ককে একটি পূর্ণতার রূপ দিয়েছেন পপি ও প্রতিমা। মালদার ইংরেজবাজার শহরের মেডিক্যাল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে দু'জনে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। হয়েছে মালাবদল-সিঁদুরদান।
পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাসের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। মোবাইল ফোনের সূত্র ধরেই তাঁদের মধ্যে আলাপ জমে উঠেছিল। ধীরে ধীরে সেই আলাপ যথেষ্ট গাঢ় হয়। দু'জনের মধ্যে বন্ধুত্ব বেশ নিবিঢ় হয়ে ওঠে। এরপরেই তাঁরা একসঙ্গে থাকার পরিকল্পনা করতে থাকেন তাঁরা। সেই পরিকল্পনা থেকেই তাঁরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
বুধবার রাতে মালদার ইংরেজবাজারের হ্যান্টা কালীবাড়ি মোড়ে দুই সমকামী মহিলা বিবাহ বন্ধনে (Marriage) আবদ্ধ হন। দু'জনেই জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের সদস্যদের সমর্থন না মেলায় তাঁরা এভাবে মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন।