Amrit Bharat Express: বাংলাকে নতুন বছরের 'উপহার' দিয়েছে কেন্দ্র। অমৃত ভারত এক্সপ্রেস পেয়েছে এরাজ্য। অত্যাধুনিক প্রযুক্তির দ্রুত গতির এই ট্রেন মালদা থেকে পৌঁছে যাবে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে। রেলকে গতির মোড়কে মুড়ে দিতে চায় কেন্দ্র। তাই বন্দে ভারতের পর এবার মোদী সরকারের 'মাস্টারস্ট্রোক' অমৃত ভারত। আধুনিক এই ট্রেনে কামরা কয়টি, ভাড়াই বা কত? বাংলার কোন কোন স্টেশনে দাঁড়াবে এই ট্রেন? জেনে নিন বিস্তারিত তথ্য।
অমৃত ভারত এক্সপ্রেস ছুটবে মালদা থেকেই। ৫২৮ টাকার টিকিট কেটেই মালদা থেকে পৌঁছে যাওয়া যাবে বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অয়োধ্যা থেকে পতাকা নাড়িয়ে উদ্বোধনের পর শনিবারই মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল অমৃত ভারত এক্সপ্রেস। আজ রবিবার সেই ট্রেন বেঙ্গালুরুতে পৌঁছোবে। মাত্র ৪২ ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরুতে পৌঁছে দিচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস।
ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটছে এই ট্রেন। সব মিলিয়ে ২২ টি কামরা রয়েছে ট্রেনটিতে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছ্যন্দ্যের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয়-সহ নানা সুবিধা রয়েছে এই ট্রেনে।
কোন কোন স্টেশনে দাঁড়াবে অমৃত ভারত এক্সপ্রেস?
মালদা টাউন স্টেশন-সহ এরাজ্যের মোট ৯টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে নিউ ফরাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়গপুর ও বেলদা হয়ে যাবে ট্রেনটি। এছাড়াও এরাজ্যের গণ্ডি ছাড়িয়ে ওড়িশার কটক, ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, তামিলনাড়ুর কাটপাডিতেও ট্রেনটি দাঁড়াবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- Puri: পুরী যাচ্ছেন? অপরূপ এতল্লাটে যেতে ভুলবেন না! অনিন্দ্যসুন্দর এপ্রান্ত পুরীর নতুন আবিষ্কার!
মালদার ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, শনিবার সকাল ১০.৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয় অমৃত ভারত এক্সপ্রেসের। রবিবার থেকেই এর বুকিং শুরু। ২২ টি কোচের সবগুলিই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। স্লিপার ও জেনারেল কোচ রয়েছে। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে ট্রেনে।
আরও পড়ুন- জাতীয়স্তরের অসামান্য স্বীকৃতি মুঠোয়! তামাম রাজ্যকে পিছনে ফেলে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার কলেজ
ট্রেনের ভাড়া জেনারেলে ৫২৮ টাকা। স্লিপারে ৬১০ টাকার কিছু বেশি। তবে এই ট্রেনে এসি কোচ থাকছে না। নতুন এই ট্রেন প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "এখানকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। অনেকে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে যান। এই ট্রেন চালু হওয়ায় তাঁদের এবার দারুণ সুবিধা হল।"