Advertisment

Lok Sabha Election 2024 Campaign: এমন কাণ্ডে জোর গুঞ্জন! BJP প্রার্থীকে বুকে টানলেন তৃণমূল বিধায়ক, পা ছুঁলেন পদ্ম প্রার্থীও

Khagen Murmu-Samar Mukherjee: এই ঘটনাকে কেন্দ্র করে এই জেলার রাজনীতিতে তীব্র গুঞ্জন শুরু। এমনকী শাসকদলের অন্দরেই বিধায়কের এমন তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ জেলা তৃণমূল সভাপতি বর্ষীয়ান এই তৃণমূল নেতার এমন সৌজন্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। লোকসভা নির্বাচনের ঠিক মুখে এমন ঘটনা নিয়ে এলাকায় গুঞ্জনও ছড়িয়ে পড়েছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Malda Uttar BJP candidate Khagen Murmu exchanges courtesies with Tmc MLA Samar Mukherjee

BJP-TMC: বিজেপি চেয়েছিল, অন্তত ভোটের মধ্যে যাতে এই বিজ্ঞাপনগুলোর সাহায্যে প্রচার চালানো যায়! (ফাইল ছবি)

Lok Sabha Election 2024 Campaign: রাজ্যর শাসকদল তৃণমূলের (TMC) সঙ্গে বিরোধী বিজেপির ফি দিন 'আকচাআকচি' লেগেই চলেছে। BJP-র বিরুদ্ধে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে নিত্যদিন বঙ্গ রাজনীতির আহিনা তপ্ত করছে তৃণমূল। উল্টোদিকে, পদ্ম শিবিরও দুর্নীতির একগুচ্ছ অভিযোগ টেনে শাসকদল তৃণমূলকে নিয়ম করে কাঠগড়ায় তুলছে। এই আবহেই লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) এরাজ্যের ২০ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে প্রচারও। এরই মধ্যে দেখা গেল এক বিরল ছবি। যা নিয়ে হইচই শুরু মালদা (Malda) জেলা রাজনীতিতে।

Advertisment

বর্ষীয়ান তৃণমূল নেতা তথা মালদা জেলা তৃণমূল চেয়ারম্যান এবং বিধায়ক সমর মুখোপাধ্যায়কে (Tmc Mla Samar Mukherjee) ভোটের প্রচারে বেরিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল BJP-র বিদায়ী সাংসদ তথা মালদা উত্তরের (Maldaha Uttar) এবারেরও পদ্ম প্রার্থী খগেন মুর্মুকে (Khagen Murmu)। খগেন মুর্মুকে সামনে দেখে বুকে জড়িয়ে ধরেন তৃণমূল বিধায়কও। এমনকী তাঁকে আশীর্বাদও করতে দেখা গিয়েছে বর্ষীয়ান এই তৃণমূল নেতাকে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশ বিষয়টিকে নেহাতই একটি সৌজন্য হিসেবেই দেখছে। তবে এটা নিয়েও জলঘোলা শুরু হয়েছে।

BJP-র বিদায়ী সাংসদ খগেন মুর্মুর দাবি, তৃণমূল বিধায়কের এই 'আশীর্বাদ'কে পাথেয় করে এবারও জয়ের মুখ দেখবেন তিনি। অন্যদিকে, খগেন মুর্মুকে এই 'আশীর্বাদ' করার কথা নিজে মুখে স্বীকারও করেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায় নিজেও। তবে মালদার (Maldaha) রতুয়ার এই ঘটনা নিয়ে তীব্র জলঘোলা শুরু জেলা রাজনীতিতে।

publive-image
তৃণমূল নেতাকে প্রণাম বিজেপির বিদায়ী সাংসদের।

আরও পড়ুন- UPSC Success Story: অকল্পনীয় তপস্যায় আকাশচুম্বী সাফল্যের শিখরে বঙ্গতনয়! কাঁটা বিছনো পথ পেরিয়েই দুর্ধর্ষ বিজয় মানসের!

এমনকী শাসকদলের অনেকেই বর্ষীয়ান তৃণমূল নেতা সমর মুখোপাধ্যায়ের এই 'সৌজন্য' নিয়ে প্রশ্ন তুলতেও শুরু করেছেন। যেখানে এই ঘটনাটি ঘটে সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিও (Abdur Rahim Bakshi)। তিনিও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকী বিষয়টিকে 'ভণ্ডামি' বলতেও পিছপা হননি তিনি। জেলা তৃণমূলের অন্দরে বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা শুরু।

আরও পড়ুন- Justice Abhijit Gangopadhyay: অভিষেকের প্রসঙ্গ উঠতেই কী বলে উঠলেন বিচারপতি গাঙ্গুলি? চর্চা যেন থামছেই না!

উত্তর মালদায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন BJP প্রার্থী খগেন মুর্মু। একইভাবে প্রচারে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জিও। রতুয়ায় চলছিল একটি ধর্মীয় অনুষ্ঠান। সংকীর্তন-ভাগবত পাঠের ওই অনুষ্ঠানে হাজির হয় যুযুধান দুই প্রতিপক্ষ রাজনৈতিক দল। এলাকার তৃণমূল বিধায়ক সমর মুখার্জিকে দেখেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ। এরপর প্রকাশ্যেই বিজেপি প্রার্থীকে বুকে জড়িয়ে ধরেন বিধায়ক। তাঁকে আশীর্বাদও করেন তিনি।

Maldah TMC MLA bjp loksabha election 2024
Advertisment