Advertisment

Malda: ভোট আবহে ছেলের আবদার মেটাতে গিয়ে বড় খেসারত বাবার, গন্তব্য একেবারে শ্রীঘর!

Lok Sabha Polls 2024: কী এমন শখ পূরণের আবদার করেছিল ছেলে?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Ariadaha Lynching Case Jayanta Singh Arrested

Ariadaha Lynching Case: আড়িয়াদহে মা-ছেলেকে মারধর কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৯। (প্রতীকী ছবি)

Nakachecking For Lok Sabha Polls: ছেলের আবদার মেটাতে পাখি মারার বন্দুক নিয়ে পুলিশের হাতে ধরা পড়ল বাবা। লোকসভা নির্বাচনের মধ্যে নজরদারি চালানোর সময় অস্ত্র আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদ এলাকার বাংলা-বিহার নাকা চেকিং পয়েন্টের কাছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল কাদির। তাঁর বাড়ি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হরিশ্চন্দ্রপুর থানার চণ্ডীপুর এলাকায়। এ দিন কুশিদায় বাংলা-বিহার নাকা চেক পয়েন্টের কাছে বিহার থেকে আসা প্রত্যেকটি গাড়ির তল্লাশি চালায় পুলিশ। সেই সময় একটি অটোতে লম্বা এয়ারগান রাইফেল নজরে আসে পুলিশের। আব্দুল কাদির নামে ওই ব্যক্তি এয়ারগানটি নিয়ে আসছিলেন। কোথা থেকে তিনি পেলেন ওই? প্রশ্নের জবাবে আব্দুল কাদিরের কাছে কোনও সদুত্তর ছিল না বলে দাবি পুলিশের। ধৃত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারপরেই আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ।

publive-image
টেবিলে বাজেয়াপ্ত সেই এয়ারগান। সঙ্গে ধৃত আব্দুল কাদির।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ছেলের শখ পূরণ করতেই আব্দুল কাদির বিহার থেকে পাখি মারার বন্দুকটি নিয়ে আসছিলেন। হরিশ্চন্দ্রপুর থানা আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এই ধরণের এয়ারগান দিয়ে শুধু পাখি নয়, মানুষও মারা যায়!।

বুধবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন- Baranagar Assembly By Election 2024: সিপিআইএমের বাজি সেই চেনা প্রবীণ কইয়েবইয়ে মুখ-ই! বরানগরে দুই-ফুলের তরুণদের প্রতিপক্ষ কে?

Maldah Malda loksabha election 2024
Advertisment