বাড়িতে ঢুকে গেল গাড়ি, মালদায় দম্পতি-সহ মৃত্যু চারজনের

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহগুলিকে।

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহগুলিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Maldah Accident

পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহগুলিকে। ছবি- মধুমিতা দে

মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক দম্পতি-সহ মৃত্যু হল চারজনের। রবিবার গভীর রাতে মালদা নালাগোলা রাজ্য সড়কের মুচিয়া পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার গাড়ি ঢুকে যায় রাস্তার পাশের বাড়িতে। গাড়িটি উলটে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

Advertisment

আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর সেখানে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করা হয় দেহগুলিকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত হয়েছে দেবাশিস মণ্ডল ওরফে চন্দন (২৪), অনিক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২), সুব্রত শেঠ(২৫)। প্রত্যেকের বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়।

Advertisment

আরও পড়ুন ৫০ বছরের বেশি সময় ধরে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন ‘বসু পরিবার’

বিস্তারিত আসছে...

Maldah Road Accident