Crime News Maldah: গোপন সূত্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো গাজোল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কদুবাড়ি এলাকা থেকেই ওই দুই জালনোট পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার রয়েছে ১ লক্ষ ১৭ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবই ৫০০ টাকার বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোজাফফর হোসেন এবং নাসিম শেখ। এদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। এদিন গভীর রাতে গাজোলের কদুবাড়ী এলাকায় জালনোটগুলি নিয়ে জড়ো হয়েছিল ওই দুই পাচারকারী। তার আগেই গোপন সূত্রে খবর পায় গাজোল থানার পুলিশ। এরপরে পুলিশ কদুবাড়ি মোড়ে অভিযান চালিয়ে হাতে নাতে ওই দুই পাচারকারীকে ধরে ফেলে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই জানলোটগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। গাজোলে এসে গাড়ি ধরার জন্যই জাতীয় সড়কে অপেক্ষা করছিল তারা। কিন্তু তার আগেই ওই দুই পাচারকারীকে জালনোটসহ হাতেনাতে ধরে ফেলা হয়।