/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cash.jpg)
cash recovered: প্রতীকী ছবি।
Lok Sabha Elections 2024: মালদায় এক বিজেপি নেতার গাড়িতে নজরদারি চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার করল নির্বাচন কমিশনের অন্তর্গত ফ্লাইং স্কোয়াড-এর অফিসারেরা। লোকসভা ভোটের মুখে সোমবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায়।
বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষের উপস্থিতিতে একটি চার চাকার গাড়ি থেকেই প্রায় দুই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পরেই মালদার রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পর রাজ্য নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড টিমের অফিসারেরা ওই বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাঁর গাড়ি থেকেই ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়েছে। যদিও ওই বিজেপি নেতার দাবি, তিনি তাঁর ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া ওই নগদ অর্থ।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, 'নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলের নেতা হোন না কেন, কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।' বিজেপির জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'যতটা জানি এটা ওই নেতার ব্যবসার টাকা। তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা এদিক ওদিক করছে তখন কোনও ব্যবস্থা নেয় না পুলিশ। আর কোনও ব্যক্তি তাঁর ব্যবসার টাকা ব্যাংকে রাখতে যাচ্ছেন সেই সময় তাঁকে এভাবে হেনস্থা করা হচ্ছে।'