Maldah Boat Accident: শনিবার বিকেলে মানিকচকের ভূতনি এলাকায় গঙ্গায় নৌকাডুবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াল। নৌকায় ১০ জন যাত্রী থাকলেও তিনজনের কোনো খোঁজ এখনো পর্যন্ত মেলেনি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও প্রশাসন । তবে বাকিরা কোনরকমে সাঁতরে পাড়ে উঠেছে। এই ঘটনার পর ওই এলাকায় পৌঁছান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ ব্লক প্রশাসন ও পুলিশ কর্তারা। যদিও নিখোঁজ তিনজনের নাম ও পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গঙ্গার জল প্রতিনিয়ত বাড়ছে। আর তাতেই গ্রাম থেকে ভিটে মাটি হারা হয়ে জলবন্দী হচ্ছে গ্রামের বাসিন্দারা। দেড় মাসের বেশী সময় ধরে জলবন্দী মানিকচকের গোপালপুর,ভুতনী, কেশরপুর, উত্তর চন্ডীপুর,দক্ষিন চন্ডিপুর, কালুটোনটোলা সহ একাধক গ্রাম। প্রায় দেড় লক্ষ মানুষ জলবন্দি। এরই মধ্যে মানিকচকে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ হয় তিনজন।উত্তরচন্ডীপুর ও দক্ষিনচন্ডিপুর এলাকা থেকে এদিন মানিকচক থানার মথুরাপুর এলাকার শনিবারি হাটে যন্ত্রচালিত নৌকা করে যাচ্ছিলেন প্রায় ১০-১২জন। সেই সময় হঠাৎ গঙ্গায় জলের তরে নৌকা ডুবে যায়। সেখান থেকে স্রোতে তিনজন ভেসে গেলেও বাকিরা সাঁতরে উঠে যায়। নিখোঁজদের খোঁজ শুরু করেছে প্রশাসন। যদিও নিখোঁজদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, শনিবার মানিকচকের মথুরাপুর হাট ছিল। নৌকা করে হাটে যাচ্ছিলো বেশ কয়েকজন। সেই সময় জলের স্রোত বেশি থাকায় ডুবে যায় নৌকাটি। সরকারি মতে নৌকায় পাঁচজন ছিলেন। তার মধ্যে তিনজনের খোঁজ পাওয়া গেলেও এখনও এক মহিলা এবং শিশু নিখোঁজ। তবে বেসরকারি মতে নৌকায় ১০ জন মতো ছিল। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গেছেন। উদ্ধার কাজ শুরু করেছেন।