/indian-express-bangla/media/media_files/2024/12/09/7MbHOLgnJQAYk3puOwOn.jpg)
প্রতীকী ছবি।
মুর্শিদাবাদে জ্বলছে অশান্তির আগুন। এই আবহে মালদায় বোমা বিস্ফোরণ। জখম পাঁচ শিশু। এদের মধ্যে দুইজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিলুটোলা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেই বাড়িতেই খেলা করছিল পাঁচজন শিশু। তাদের মধ্যে এক শিশু বল ভেবে মাটিতে মারতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা বিকট শব্দ শুনে ছুটে এসে আহতদের উদ্ধার করে।
মর্মান্তিক এই ঘটনায় দুজন শিশু বর্তমানে সিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কালিয়াচক থানার বিশাল পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে কোথা থেকে এই বোমা এলো তা এখনো জানা যায়নি। স্থানীয়রা জানাচ্ছেন, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা দুই ভাইয়ের মধ্যে গন্ডগোলের জেরে তারা দুজনই এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। বর্তমানে তারা মারাও গেছে। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল সেই বাড়ি। আর আজ সেই বাড়িতেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাইরে থেকে কেউ এই বোমা ওই বাড়িতে মজুত করে গিয়েছিল নাকি এর পিছনে স্থানীয়দেরই কারও হাত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে। সেই সোর্স লাগিয়ে দোষীদের খুঁজে বের করার চলছে।