Advertisment

বল ভেবে ছুঁড়তেই বিকট শব্দে বিস্ফোরণ, বোমা ফেটে গুরুতর জখম ২ শিশু

ভরদুপুরে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda_Blast

বিস্ফোরণস্থল। ছবি- মধুমিতা দে

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের বালুটোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি জখম দুই শিশুকে নিয়ে গিয়ে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisment

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণে গুরুতর জখম দুই শিশু। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের বালুটোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তড়িঘড়ি জখম দুই শিশুকে নিয়ে গিয়ে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিশুর মা আফজলা বিবি জানিয়েছেন, এদিন দুপুরে ওই দুই শিশু বাড়ির সামনে একটি আম বাগানে খেলছিল। সেই সময় পড়ে থাকা একটি বোমা বল ভেবে তুলে নিয়ে বাড়িতে আসে দু'জন। প্রথমে বাড়ির লোকজনও বুঝতে পারেননি যে ওটা বল নয় বোমা। তাঁর দুই শিশুকে জানান, নোংরা বলটা ফেলে দিতে। সেই বল ওরা ফেলে দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বোমার আঘাতে জখম হয় দুই শিশু।

আরও পড়ুন- দিল্লি নিয়ে গিয়ে জেরা: এবার পাল্টা চাপের চেষ্টায় অনুব্রত, জোর সওয়াল সিব্বলের

গোটা এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়। রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দেন স্থানীয়রা। জখম দুই শিশুকে নিয়ে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। দুজনেরই মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিকে স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরাই ওই আমবাগানে বোমা মজুত করে রেখেছিল। অপরাধীদের ধরতে পুলিশকে সক্রিয় ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অন্যদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশেরও অনুমান ওই এলাকায় আগে থেকে বোমা মজুত করে রেখেছিল দুষ্কৃতীরা। বাচ্চা দুটি বল ভেবে বোমা কুড়িয়ে নিয়ে যেতেই বিপত্তি ঘটে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

bomb blast children Blast
Advertisment