Advertisment

Maldah News: খাকি উর্দিতেই তৃণমূলের অনুষ্ঠানে মধ্যমণি থানার বড়বাবু, ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক!

Maldah News: আইসি সুবীর কর্মকার সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Malda ic

তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে মানিকচকের আইসি বক্তব্য রাখছেন। ছবি - মধুমিতা দে

Maldah News: "প্রাণ জায়ে, পর বচন না জায়ে।" রাজ্যের শাসকদল মালদার তৃণমূলের নেতানেত্রীদের কথা তো রাখতেই হবে। তাই পুলিশি পোশাক পরে স্ব-শরীরে মালদার শাসকদলের বিজয়া সম্মেলনীর মঞ্চে হাজির হয়ে বিতর্কের মুখে পড়েছেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার। আর এমন ছবি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা জুড়ে রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে।

Advertisment

উল্লেখ্য, রবিবার মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে পুলিশি পোশাকে মানিকচক থানার আইসি সুবীর কর্মকার হাজির হন বলে অভিযোগ। এদিন মানিকচক ব্লক কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র সহ অন্যান্যরা। 

মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান ২০২৪ অনুষ্ঠান। মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের আমন্ত্রণে অনুষ্ঠানে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতারা। এই অনুষ্ঠানে মানিকচকের ৭৮টি দূর্গাপূজা কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়। 

তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাদের সঙ্গে মঞ্চে দেখা যায় আইসি সুবীর কর্মকারকে। একেবারে পুলিশি পোশাকে। তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে মধ্যমণি হয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। মঞ্চের প্রথম সারিতে বিধায়ক সাবিত্রী মিত্রের ঠিক পাশে আসন গ্রহণ করেন তিনি। শুধু তাই নয়,মঞ্চে ভাষণ দিতে গিয়ে আইসি সুবীরবাবু বিধায়ক আব্দুর রহিম বক্সীকে মালতীপুরের বিধায়ক হিসাবে নয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে সম্বোধিতও করেন।তৃণমূলে কংগ্রেসের মঞ্চ থেকে বিধায়কের সাথে স্মারক তুলে দেন পূজা উদ্যোক্তাদের।

আর এই ঘটনায় চরম কটাক্ষ বিরোধীদের। সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা বলেন, আমরা বারবার বলেছি পুলিস নিরপেক্ষ নয়।তারই প্রমাণ তৃণমূল কংগ্রেসের মঞ্চে উপস্থিত মানিকচক থানার আইসি।তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে পুলিশ।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল বলেন, পুলিশ মানে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস মানে পুলিস প্রশাসন। এদিন তৃণমূল কংগ্রেসের নেতাদের খুশি করতে দলীয় অনুষ্ঠানে গিয়েছিলেন আইসি। 

যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। তিনি বলেন,এটা কোন দলীয় প্রোগ্রাম নয়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে। এই ধরনের অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। মানিকচক থানার আইসি এসে কোন ভুল করেননি।

আইসি সুবীর কর্মকার সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Maldah
Advertisment