আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপির ঘটনায় প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংরেজবাজার থানার কোতুয়ালি জোত এলাকায় ।
ওই এলাকার মালদা - রতুয়া রাজ্য সড়কে বেঞ্চ পেতে , বাঁশ ফেলে পুলিশের সামনেই চরম অসন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা। অবিলম্বে এলাকার দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারি গ্রামবাসীরা। প্রায় পৌনে এক ঘন্টা ধরে মালদা - রতুয়া রাজ্য সড়ক অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
পুলিশকে অভিযোগে বিক্ষোভকারী গ্রামবাসীরা জানিয়েছেন, কোতুয়ালি জোত এলাকার বাসিন্দা সম্পর্কে দুই ভাই গোপাল সরকার এবং পাপ্পু সরকার কয়েকদিন ধরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এবং তার দলবলদের সঙ্গে নিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ।
আরও পড়ুন : < Eastern Railway: অবৈধ দখলদারি হঠাতে কড়া পদক্ষেপ, বর্ধমান স্টেশনে ‘অ্যাকশনে’ পূর্ব রেল >
সম্প্রতি এই গ্রামে একটি পুজো চাঁদা তোলা কে ঘিরেই অভিযুক্ত দুই ভাই তার দলবল নিয়েই এলাকায় তান্ডব চালায় । গত রবিবার গ্রামের এই পুজোকে ঘিরেই হঠাৎ করে গোলমাল সৃষ্টি হয়। সেখানেই অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়েই এলাকায় দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। এরপরেই বেশ কিছু গ্রামবাসীদের হুমকি দেয় অভিযুক্তরা। এরই প্রতিবাদ জানিয়ে এদিন কোতুয়ালি জোত এলাকার রাজ্য সড়ক অবরোধ করেই বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিক্ষোভকারী গ্রামবাসীরা বলেন , সামান্য ঝামেলা হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করেই এলাকার গোপাল সরকার ও পাপ্পু সরকার নামে দুই ভাই আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে। এলাকাবাসীকে প্রাণনাশের হুমকি দেয়। তাই তারা প্রাণভয়ে ইংরেজবাজার থানার দ্বারস্থ হন। দুই ভাইয়ের নামে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয় নি। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও, তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়ান নি। এরই প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে এদিন সকালে তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। তাদের একটাই দাবি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।