Maldah TMC leader Murder Updates: তৃণমূল কর্মী খুনের ঘটনায় অবশেষে ৭২ ঘণ্টা পর মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কাশিমনগর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে কুখ্যাত দুষ্কৃতী জাকির শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী আতাউল হককে খুন এবং দলের দুই নেতার ওপর গুলি করে মাথা থেঁতলে খুনের চেষ্টা অভিযোগ রয়েছে। শুক্রবার মালদায় এসেছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার। বৈঠক করেন জেলা পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে। আর তারপরেই জাকির শেখকে গ্রেফতারের ঘটনায় জেলা পুলিশের সাফল্য বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপাড়া নয়াবস্তি এলাকায় সাতসকালে খুন হন তৃণমূল কর্মী আতাউল হক (৫০)। এই ঘটনার সময় নওদা যদুপুর তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ এবং সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের শাসকদলের নির্বাচিত শাসকদলের সদস্য এসারুদ্দিন শেখের ওপর হামলা চালানো হয়। আহত দুই তৃণমূল নেতা এখনও চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে। এই ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যেই আমির হামজা নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই এই খুন এবং হামলার মূল ষড়যন্ত্রী জাকির শেখকে ধরতে ড্রোন উড়িয়ে এবং পুলিশ কুকুর দিয়েও শুরু হয় তল্লাশি অভিযান। তারপরে গ্রেফতার হয় জাকির শেখ।
পুলিশ জানিয়েছে, কাশিমনগরের একটি পরিত্যক্ত বাড়ি থেকেই কুখ্যাত দুষ্কৃতী জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মালদা আদালতে পেশ করা হবে।