scorecardresearch

বঁটি দিয়ে জামাইয়ের কান কাটল শাশুড়ি, তুলকালাম কাণ্ড শ্বশুরবাড়িতে

আহতকে ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Woman slashes son-in-laws ear with sharp weapon
অভিযুক্ত শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত জামাই।

মদ্যপান করে শ্বশুরবাড়িতে এসে চেঁচামেচি করছিল জামাই। এমনকি শ্বশুরবাড়িতেই স্ত্রীর সঙ্গে ঝগড়াও করতে শুরু করে জামাই। আর সেই পরিস্থিতি দেখে গুণধর জামাইকে বটি দিয়ে কান কাটার অভিযোগ ওঠে শাশুড়ির বিরুদ্ধে। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নিমাসরাই এলাকায়।

আহতকে ভর্তি করানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । আক্রান্ত জামাইয়ের বাঁ কানে গুরুতর আঘাত রয়েছে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা। আক্রান্ত জামাই শাশুড়ি নিতলা চৌধুরির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত জামাইয়ের নাম সুনীল চৌধুরি (৩৬)। অভিযুক্ত শাশুড়ির নাম নিতলা চৌধুরি। আক্রান্ত জামাই সুনীল চৌধুরির সঙ্গে বিয়ে হয় নিতলা চৌধুরির মেয়ে দুর্গা চৌধুরির। চৌধুরি পরিবারের চার মেয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় গুণধর জামাই তাঁর স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করছিল বলে অভিযোগ। এনিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে গন্ডগোল বেঁধেই রয়েছে।

আরও পড়ুন পায়ে হেঁটে খানাকুল থেকে দার্জিলিং! সমাজ সচেতনতায় অভিনব যাত্রায় শিক্ষক

এদিন সকালে সুনীল মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে গালিগালাজ করে। মেয়েকে গালিগালাজ দেখেই গুণধর জামাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়েন শাশুড়ি। শুরু হয় লাঠি দিয়ে মারধর। এরপর বটি নিয়ে জামাইয়ের বাঁ কানে আঘাত করেন শাশুড়ি বলে অভিযোগ। বাঁ কানের কিছুটা অংশ কেটে যায় জামাইয়ের।

স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এবিষয়ে অভিযুক্ত শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত জামাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Maldah woman slashes son in laws ear with sharp weapon booked