Coromandel Express accident: ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মালদহের যুবক মাশরেকুলের। বছর তেইশের যুবক শ্রমিকের কাজের জন্য রওনা দিয়েছিলেন চেন্নাইয়ের উদ্দেশে। তবে শুক্রবার ভর সন্ধেয় সব শেষ। বালেশ্বেরের কাছে দুর্ঘনার কবলে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ সেই দুর্ঘটনায় শয়ে-শয়ে যাত্রীর সঙ্গে বলি হয়েছেন মালদহের চাঁচলের এই যুবকও। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল।
Advertisment
মালদহের চাঁচলের ধানগাড়া পঞ্চায়েতের বালিয়াঘাট পূর্বপাড়ার বাসিন্দা মাশরেকুল। চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। তবে তাঁর আর যাওয়া হয়ে উঠল না। তার আগেই সব শেষ। বালেশ্বরের কাছে দুর্ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের লোকজন চরম উৎকণ্ঠায় ভুগতে শুরু করেছিলেন। মাশরেকুল কেমন আছেন তা জানতে সন্ধে থেকেই ব্যাকুল ছিল গোটা পরিবার। শনিবার ভোরে মাশরেকুলের মৃত্যুর খবর আসে বাড়িতে। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। শোকের ছায়া এলাকায়।
মাশরেকুলের বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী এবং ছয় বছরের ছেলে ও এক বছরের ফুটফুটে এক শিশুকন্যা। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মাশরেকুলই। পুত্র হারানোর যন্ত্রণায় শোকে পাথর বাবা-মা। দুই শিশু সন্তানকে নিয়ে অথৈ জলে পড়ে গিয়েছেন তাঁর স্ত্রীও। কী করবেন, কোথায় যাবেন কিছুই যেন ভেবে উঠতে পারছেন না তাঁরা। এলাকাবাসীদের ভিড় জমে গিয়েছে তাঁদের বাড়িতে। মৃতদেহ গ্রামে আনার ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন স্থানীয়দের কয়েকজন।