/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Amit-Ghosh.jpg)
Taekwondo: অভিনব উদ্যোগে তাকলাগানো সাফল্যের শিখর স্পর্শ যুবকের।
Taekwondo: সিভিক ভলান্টিয়ারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অল্পবয়সী পড়ুয়াদের তাইকোন্ড (Taekwondo) প্রশিক্ষণ দিয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছেন এই যুবক। সম্প্রতি তাঁরই প্রশিক্ষণে প্রশিক্ষিত একদল ছাত্রছাত্রী একগুচ্ছ পদক জিতেছেন। সম্প্রতি জাতীয়স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতায় সোনা, রূপো, ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক (Malda) ঝুলিতে পুরেছে খুদে প্রতিযোগীরা।এতেই পেশায় সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) অমিত কুমার ঘোষের প্রশংসায় পঞ্চমুখ জেলার ক্রীড়ামহল।
গত ১৬ ও ১৭ মার্চ দুর্গাপুরে (Durgapur) অনুষ্ঠিত হয়েছিল জাতীয় স্তরের তাইকোন্ড প্রতিযোগিতা। ওপেন ন্যাশনাল তাইকোন্ড চ্যাম্পিয়নশিপে (open taekwondo championship) মালদার ইংরেজবাজার শহরের মাধবনগর তাইকোন্ড ইনস্টিটিউটের খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে মালদার খেলোয়াড়েরা অংশগ্রহণ করে মোট ১০টি পদক জিতেছেন। তাদের মধ্যে সোনা জিতেছে সুইটি সাহা, সোনাশ্রী মণ্ডল, অদৈত পাল, ঋদ্ধিমা দাস, সোনাক্ষী মণ্ডল ও ঋত্বিকা মণ্ডল। রুপো পদক পেয়েছেন রনি দাস, চিন্ময়ী পাল ও রীমিতা পাল। ব্রোঞ্জ জিতেছে সৃষ্টি মহন্ত।
তাঁদের এমন সাফল্য পেশায় খুশি সিভিক ভলান্টিয়ার প্রশিক্ষক অমিত কুমার ঘোষ। পদকজয়ী ঋদ্ধিমা দাস বলেন, "আমি দুই বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছি। এই প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় গিয়ে সাফল্য পেয়েছি। আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার ইচ্ছে রয়েছে।"
ইংরেজবাজার থানায় কর্তব্যরত রয়েছেন সিভিক ভলেন্টিয়ার অমিত কুমার ঘোষ। কাজের ফাঁকে নিয়মিত সকালে তিনি এলাকায় খুদেদের প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষক অমিত কুমার ঘোষ বলেন, "আমার ডিউটির ফাঁকে যেটুকু সময় পায় এলাকার খুদেদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য তাইকোন্ডো শেখাই। জাতীয়স্তরের প্রতিযোগিতায় আমার ক্যাম্প থেকে ১০ জন অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই পদক জিতেছে। আগামীতে ওদের আরও ভালো সাফল্য কামনা করছি।"