/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_5662f1.jpg)
হঠাৎ করেই সঙ্গীহীন! ৪২ বছর বয়সে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল পুরুষ জলহস্তির।
Alipore Zoo: হঠাৎ করেই সঙ্গীহীন! ৪২ বছর বয়সে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল পুরুষ জলহস্তির। আলিপুর চিড়িয়াখানার তরফে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে টানা তিন ঘন্টা অপারেশনের পর হঠাৎ করেই এনক্লোজারের ভিতরেই মৃত্যু হয়েছে পুরুষ জলহস্তির। মৃত্যুকালে জলহস্তিটির বয়স হয়েছিল ৪২ বছর। ফলে একা হয়ে গেল মাদি জলহস্তি।
চিড়িয়াখানা সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই মুখের ক্ষতে কষ্ট পাচ্ছিল জলহস্তিটি। ১৬ অগাস্ট তার মুখে টানা তিন ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। এরপর জ্ঞানও ফেরে তার। পরে হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। খবর দেওয়া হয় পশু চিকিৎসকদের। আপ্রাণ চেষ্টা করেও বাঁচানো যায়নি জলহস্তিটিকে।
আলিপুর চিড়িয়াখানার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু যে জলহস্তি তা আর বলার অপেক্ষা রাখে না। পুরুষ জলহস্তির মৃত্যুর খবর মন খারাপ পশুপ্রেমী থেকে সাধারণ মানুষের।
ঠিক কী হয়েছিল? এ বিষয়ে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত বলেন, "১০ বছর ধরে দাঁতের সমস্যায় কষ্ট পাচ্ছিল জলহস্তিটি। ক্ষত ক্রমেই বাড়ছিল। মুখ নাড়ালে রক্ত পড়ছিল। ঠিক ভাবে খেতেও পারছিল না। অস্ত্রোপচারটা জরুরি ছিল। ১৬ অগাস্ট চিকিৎসকদের একটা বোর্ড গড়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় টানা তিন ঘন্টার অস্ত্রোপচার। এরপর জ্ঞান ফিরলেও শারীরিক অবস্থার কিছু সময়ের পর খারাপ হতে শুরু করে। এনক্লোজারেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে"।