Kharge on Adhir: সম্প্রতি ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) মন্তব্যে বেজায় ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ক্ষুব্ধ খাড়গে অধীর চৌধুরীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন। এমনকী না পোষালে বেরিয়ে যেতে হবে শীর্ষক মন্তব্যও শোনা গিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতার গলায়। খাড়গের এই কড়া বার্তার পাল্টা জবাবও মিলেছে প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে।
অধীরের উদ্দেশ্যে কী বলেছেন খাড়গে?
"অধীররঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের হাইকম্যান্ড রয়েছে। হাইকম্যান্ডের নেওয়া সিদ্ধান্তই কার্যকর হবে। দলের হাইকম্যান্ডের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে। কেউ যদি সেটা মানতে না চান, তাহলে তাঁকে বেরিয়ে যেতে হবে।"
খাড়গের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অধীরের জবাব…
"আমার বিরোধিতা নৈতিক। ব্যক্তিগত কোনও বিদ্বেষ আমার নেই। বাংলায় দলকে রক্ষা করতেই নৈতিক লড়াই করে চলেছি। কংগ্রেসকে কেউ খতম করবে আর আমি তাঁকে খাতির করব না। দলের সৈনিক হিসেবে এই লড়াই থামাতেও পারব না।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কী বলেছিলেন অধীর?
"মমতাকে বিশ্বাস করি না। উনি বিজেপির সঙ্গেও হাত মেলাতে পারেন।"
উল্লেখ্য, সম্প্রতি I.N.D.I.A জোটকে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন তৃমমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কেন্দ্রে I.N.D.I.A জোটের সরকার তৈরি হলে তৃণমূল তাকে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। মমতার এই আশ্বাসে বেশ খুশি কংগ্রেস হাইকম্যান্ডও। এপ্রসঙ্গে খাড়গে এদিন বলেন, "মমতাজি বাইরে থেকে সমর্থনের কথা বলেছেন। অনেক রাজনৈতিক দলই বাইরে থেকে তাদের সমর্থন দেয়। UPA আমলে কমিউনিস্টরাও বাইরে থেকে কেন্দ্রের সরকারকে সমর্থন জানিয়েছিল। মমতাজি জানিয়েছেন I.N.D.I.A জোটের সরকার হলে তিনি তাতে সামিল হবেন। অর্থাৎ তিনি জোটে আছেন।"
এদিকে, জাতীয়স্তরে I.N.D.I.A জোটকে সমর্থন করলেও বাংলায় তৃণমূল একাই লড়ছে বলে প্রতিটি সভা-সমাবেশে ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় BJP-র পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও জোড়াফুল লড়াই করছে বলে জানিয়েছেন তিনি।