Advertisment

বিধানসভা চলাকালীনই বিপত্তি, অসুস্থ মমতা'র মন্ত্রী! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল নার্সিংহোমে

মন্ত্রিসভার কে অসুস্থ?

author-image
IE Bangla Web Desk
New Update
Cm Mamata Banerjee Jaynagar Administration Meeting

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় অসুস্থ হয়ে পড়লেন আইন মন্ত্রী মলয় ঘটক। অধিবেশন চলাকালীন এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। মন্ত্রীকে তড়িঘড়ি বিধানসভা থেকে শহরের এক নামজাদা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisment

মঙ্গলবার বিধানসভায় বাদল অধিবেশনের দ্বিতীয়ার্ধ চালু হয়েছে। এদিন সকালেই বিধানসভায় আসেন রাজ্যের আইনমন্ত্রী। জানা গিয়েছে, প্রথমার্ধের পর নিজের ঘরেই কাজ করছিলেন মন্ত্রী। থকনই আচমকা অসুস্থতা বোধ করেন মলয়বাবু। দেখা যায় তাঁর রক্তচাপ কমে গিয়েছে। এরপরই ঝুঁকি না নিয়ে মন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। আইনমন্ত্রীর অসুস্থতার খবর পেতেই দ্রুত তাঁর ঘরে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন অন্যান্য বেশ কয়েকজন মন্ত্রী, বিধায়ক। খবর দেওয়া হয়েছে মন্ত্রীর বাড়িতে। পরে হুইল চেয়ারে করে মলয় ঘটককে গাড়িতে করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

উল্লেখ্য কয়লা পাচার কাণ্ডে ইডি'র আতসকাচে রয়েছেন মলয় ঘটক। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মলয় ঘটককে ১০ বার নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিন বার নোটিস পাঠানো হয়। কিন্তু একবারও ইডি'র সামনে হাজিরা দেননি রাজ্যের আইনমন্ত্রী।

Moloy Ghatak Mamata Government
Advertisment