Advertisment

Modi-Mamata Meeting: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, রাতে মমতা-মোদী বৈঠকের জোরালো সম্ভাবনা

PM Modi To Visit West Bengal: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দু'দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসেই মোদীর পরপর তিনটি সভা রাজ্যের তিন প্রান্তে। সন্দেশখালির নাকের ডগাতেই সভা করতে চলেছেন নমো। সেই সভায় সন্দেশখালির নির্যাতিতাদের আনতে পারেন শুভেন্দু অধিকারীরা। বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করে দিতে চলেছেন বিজেপির প্রধান সেনাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee thanked Modi for wishing her well

Modi-Mamata: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Modi-Mamata Meeting: ২ দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ আরামবাগে (Arambag) জনসভার পর রাতে রাজভবনে (Raj Bhavan) থাকবেন মোদী (Modi)। আগামিকাল নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar) সভা রয়েছে BJP-র প্রধান সেনাপতির। এদিকে, আজ সন্ধেতেই রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যদিও এব্যাপারে দু'তরফেই স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Advertisment

বাংলা থেকেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) প্রচারে ঝড় তুলবেন মোদী। পরপর দু'দিন রাজ্যের দুই প্রান্তে নরেন্দ্র মোদীর প্রকাশ্য জনসভা। সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে চূড়ান্ত ডামাডোল পরিস্থিতির আবহেই রাজ্যে BJP-র শীর্ষ সেনাপতি।

আরও পড়ুন- Sheikh Shahjan Arrested: কেন ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান? জানুন রহস্যে ভরা সেই পর্ব!

লোকসভা ভোটের মুখে রাজ্য বিজেপিকে চাঙ্গা করতে 'টনিক' নিয়ে হাজির মোদী। চলতি মাসে নমোর এই পরপর সভাকে কেন্দ্র করে পুরোদস্তুর চনমনে বিজেপির বঙ্গ ব্রিগেড। আজ হুগলির (Hooghly) আরামবাগে বিজেপির প্রকাশ্য সভায় প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন- Kunal Ghosh: বিস্ফোরক কুণাল ঘোষ! দলেরই নেতাকে তুলোধনা! বড়সড় ঝড়ের ইঙ্গিত?

আজ আরামবাগে সভার পরেই কলকাতায় ফিরবেন মোদী। রাজভবনে তিনি রাতে থাকবেন। তার আগে সন্ধেয় রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের জোরালো সম্ভবনা তৈরি হয়েছে। তবে সেই বৈঠকের বিষয়বস্তু কী হতে পারে তা এখনও জানা যায়নি। আজ রাজভবনে রাত্রিবাসের পর কাল কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী। আগামী শুক্রবার অর্থাৎ ৮ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করবেন মোদী। সেই সভায় সন্দেশখালির নির্যাতিতাদের আনার পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি।

Mamata Banerjee West Bengal modi Mamata-Modi loksabha election 2024
Advertisment