/indian-express-bangla/media/media_files/qlbs9azBia0gsxaUeuxK.jpg)
Mamata Banerjee & Abhishek Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। Photograph: (pp)
Mamata Banerjee-Abhishek Banerjee: এসআইআর প্রক্রিয়াকে বাংলার ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ৪ নভেম্বর আগামী মঙ্গলবার, এর প্রতিবাদে কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শুরু হবে রেড রোডের বিআর আম্বেদকরের মূর্তি থেকে, শেষ হবে উত্তর কলকাতার জোড়াসাঁকোতে।
ভোটার তালিকা সংশোধনের নামে শুরু হওয়া Special Intensive Revision (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ৪ নভেম্বর ২০২৫, দলের সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথভাবে এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ঘোষণার আগে থেকেই এসআইআর-য়ের সার্বিক বিরোধিতা করে আসছে তৃণমূল। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত বলে দাবি করছে ঘাসফুল শিবির।
তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের ঘোষিত এই SIR প্রক্রিয়া আসলে ভোটার তালিকা সংশোধনের আড়ালে ‘Silent Invisible Rigging’, অর্থাৎ নীরবভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এক গভীর পরিকল্পনা। দলীয় নেতৃত্বের বক্তব্য, এই সংশোধন প্রক্রিয়ায় বহু যোগ্য ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
দলীয় বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কোনওভাবেই জনগণের অধিকারের প্রশ্নে আপস করব না। যতক্ষণ না প্রত্যেক যোগ্য ভোটারের নাম তালিকায় নিশ্চিত করা হচ্ছে, তৃণমূল লড়াই চালিয়ে যাবে। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব।” রাজনৈতিক মহলের মতে, এসআইআর-য়ের বিরুদ্ধে তৃণমূলের ডাকা মিছিলের মাধ্যমেই বেজে উঠতে চলেছে ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা।
আরও পড়ুন- Suvendu Adhikari:'বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো, পালাও!', SIR ইস্যুতে হুংকার শুভেন্দুর
এই আন্দোলনের মূল উদ্দেশ্য, দলীয় সূত্রে খবর, ভোটার তালিকা থেকে একটিও যোগ্য নাম বাদ না পড়া এবং ভোটারদের নাগরিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা। তৃণমূলের মতে, ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়া, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
আরও পড়ুন- Kolkata News:‘হাজিরা নেই, মর্যাদাও নেই’, SIR নিয়ে BLO-দের প্রশিক্ষণে ক্ষোভের আগুন নজরুল মঞ্চে
দলীয় নেতারা জানিয়েছেন, ৪ নভেম্বরের কর্মসূচিতে রাজ্য জুড়ে মিছিল, মানববন্ধন ও পথসভা আয়োজন করা হবে। কলকাতা সহ একাধিক জেলার নেতৃত্ব ওইদিন কর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে নামবেন। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার কলকাতায় রেড রোডের বিআর আম্বেদকরের মূর্তি থেকে মিছিল শুরু হবে। উত্তর কলকাতার জোড়াসাঁকোতে শেষ হবে। এই মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, এই কর্মসূচি কেবল প্রতীকী প্রতিবাদ নয়, বরং রাজ্যজুড়ে বৃহত্তর গণআন্দোলনের সূচনা হতে পারে।রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের রাস্তায় নামা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us