Advertisment

TMCP-র প্রতিষ্ঠা দিবসে নস্টালজিক মমতা! সম্প্রীতির বার্তা অভিষেকের

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata and abhisek tweets on tmcp foundation day

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছাবার্তা মমতা-অভিষেকের।

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কলকাতার ধর্মতলায় প্রতিবারের মতো দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের। শহর কলকাতা ছাড়াও জেলাগুলি থেকে শহরে ভিড় টিএমসিপি কর্মীদের। 'বাংলাজুড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনে গর্বিত, এটা নস্টালজিয়ায় ভরা!' দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে টুইট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসে সম্প্রীতির বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

Advertisment

এদিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, 'একজন প্রাক্তন ছাত্রনেতা হিসেবে, আমি বুঝতে পারি আমাদের জাতির গঠনে ছাত্র ও তরুণদের শক্তি কতটা। ছাত্র পরিষদের সব আবেগপ্রবণ তরুণদের অঙ্গীকার আমার হৃদয়কে উষ্ণ করে। একটি উজ্বল ভারতের জন্য আমরা একসঙ্গে গণতন্ত্রের মূল্যবোধ এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখব!'

আরও পড়ুন- পুকুরে মিলল কাটা মুণ্ড, ধড় জঙ্গলে! বিস্ফোরণে মৃত বেড়ে ৯, গ্রেফতার ১

অন্যদিকে, দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ লিখেছেন, 'আমার তরুণ সহকর্মীদের জন্য শুভকামনা রইল। তাঁদের অটল প্রতিশ্রুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের পার্টির শক্তি এবং অগ্রগতির ভিত্তি হিসাবে কাজ করে! আগামী দিনে, আমাদের ছাত্র নেতারা হবেন পরিবর্তনের স্থপতি। তাঁরাই ভারতকে সম্প্রীতির এক নতুন যুগে নিয়ে যাবেন।'

abhishek banerjee TMCP Foundation Day Mamata Banerjee TMCP
Advertisment