'ফোর্স না এলে ভাঙড়, বেলদা, নওদার মতো জায়গা ঠান্ডা হবে না।' পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী না এলে সাধারণ মানুষ ভোট দিতে বেরোতেই পারবেন না বলে আশঙ্কা বিজেপি নেতা দিলীপ ঘোষের। কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী আগেও এসেছে, তাতেও সর্বোতভাবে নির্বাচনী-সন্ত্রাস এড়ানো যায়নি। এপ্রসঙ্গে বলতে গিয়ে এদিন দিলীপ ঘোষ বলেন, 'এখানে ভোটের সময় যদি এতো খুন হয়, আদিবাসীরা বিক্ষোভ দেখায়, সেটা যদি হিংসাশ্রয়ী হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জি দিনের বেলায় অন্ধকার দেখবেন।'
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা পর্বের মধ্যেই ৬টি খুন হয়ে গিয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাজ্য সরকার শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করছে। এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য শীর্ষ আদালতে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- সাংঘাতিক আশঙ্কা? শুভেন্দুর নন্দীগ্রামে সব আসনে প্রার্থীই দিতে পারল না বিজেপি!
এপ্রসঙ্গে শনিবার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'যদি সত্যিই যান, তাহলে প্রমাণ হবে নির্বাচন কমিশন ও রাজ্য আলাদা কিছু না। পার্টি যা চাইছে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিচ্ছেন। রাজীব সিনহা সেটাই করছেন। তাহলে আমরা ধরে নেব পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট তিনি চাইছেন না। ওনার মেরুদণ্ড নেই। উনি মমতা ব্যানার্জি বা তার সরকার এবং পার্টির দ্বারা পরিচালিত হচ্ছেন। মনোনয়নে ৫ থেকে ৭ জন খুন। তারপরও যদি সেন্ট্রাল ফোর্স না আসে, তাহলে সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না। আরো খুন হবে। ফোর্স না এলে ভাঙড়, বেলদা, নওদার মতো জায়গা ঠান্ডা হবে না।'
আরও পড়ুন- কলকাতার পর্যটকের চরম পরিণতি দিঘায়! গা শিউরে ওঠার মতো ঘটনায় শোরগোল!
এর আগেও কেন্দ্রীয় বাহিনী এনে বাংলার ভোট করাতে হয়েছে। ২০১৩-এর পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তবে তাতেও ভোট-সন্ত্রাস এড়ানো যায়নি। মৃত্যু-মিছিল দেখেছিল রাজ্য। সে প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, 'ওনার পুলিশ সেবার সেন্ট্রাল ফোর্সকে কাজ করতে দেয়নি। কোর্টের তরফে সেন্ট্রাল ফোর্সকে কাজ করাতে হবে। মণিপুরে কোর্টের আদেশের বিরুদ্ধে আন্দোলন চলছে। ওখানে ভোট হয়নি। এখানে ভোটের সময় যদি এতো খুন হয়, আদিবাসীরা বিক্ষোভ দেখায়, সেটা যদি হিংসাশ্রয়ী হয়ে যায়, তাহলে মমতা ব্যানার্জি দিনের বেলায় অন্ধকার দেখবেন।'