Advertisment

Mamata attack on BJP : 'নো গ্যারান্টি' সব ফোর টোয়েন্টি', বিজেপিকে ধুইয়ে ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি মমতার

মমতা বলেন, 'বাংলা আগামী দিনে দিল্লিকে পথ দেখাবে। দাঙ্গাবাজ বিজেপিকে আমরা সরাবোই এটা আমাদের অঙ্গীকার'।

author-image
IE Bangla Web Desk
New Update
"Mamata Banerjee, TMC Chief Mamata Banerjee, কলকাতা হাইকোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায়, ওবিসি সংরক্ষণ, OBC Reservation,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali

মমতা বলেন, বাংলা আগামী দিনে দিল্লিকে পথ দেখাবে। দাঙ্গাবাজ বিজেপিকে আমরা সরাবোই এটা আমাদের অঙ্গীকার।

সপ্তম দফায় ভোট হাইভোল্টেজ দমদম কেন্দ্রে। ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন বারের সাংসদ সৌগত রায়। বুধবার সৌগত রায়ের খড়দহের জনসভা করেন তৃণমূল নেত্রী। এদিন মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা।

Advertisment

এদিনের সমাবেশ থেকে প্রথমেই মমতা ৫ লাখ ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে আদালতের রায়কে নিশানা করে বলেছেন, 'আদালতের রায় মানি না। ওবিসি 'সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে'। এর পাশাপাশি বিজেপি কার্যত ধুইয়ে দিয়ে মমতা বলেন, 'সন্দেশ খালির চক্রান্ত ফাঁস হয়েছে'। বিজেপির কথা মতো তিনমাস ধরে নির্বাচন চলছে। প্রধানমন্ত্রী কখনও বলতে পারে না ওবিসিদের সংরক্ষণ কেড়ে নেওয়ার কথা। এটা তো সাংবিধানিক অধিকার'।

বিজেপি তথা মোদীর গ্যারান্টিকে একহাত নিয়ে মমতা বলেন, 'বিজেপি বলছে আর বিদ্যুতের জন্য পয়সা খরচ করতে হবে না। সৌরশক্তি লাগাতে যা খরচ তাতে একটা গোটা বাড়ি হয়ে যাবে। ১,০৫০ টাকার গ্যাসে পুড়ছে বিনাপয়সার চাল। নো গ্যারান্টি এরা সব ফোর টোয়েন্টি'। পাশাপাশি ১০০ দিনের বকেয়া নিয়েও বিজেপিকে নিশানা করেছেন মমতা।

আরও পড়ুন- OBC Certificate: ‘রায় মানি না’…! ৫ লাখ OBC শংসাপত্র বাতিলের নির্দেশে ভরা সভা থেকে গর্জে উঠলেন মমতা

তিনি এদিন বলেন, 'বিজেপি এর আগে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল যা পূরণ করা হয়নি। ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও রাখেনি বিজেপি'। মমতা সরকারের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে এদিন তৃণমূল নেত্রী বলেন, 'লক্ষ্মী ভাণ্ডার থেকে বিনামূল্যে রেশন, ১০ লাখ টাকার স্মার্ট কার্ড, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী তৃণমূল তার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে'।

কেন্দ্রের আবাস যোজনার বিপরীতে ১১ পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, বাংলা আগামী দিনে দিল্লিকে পথ দেখাবে। দাঙ্গাবাজ বিজেপিকে আমরা সরাবোই এটা আমাদের অঙ্গীকার। একই সঙ্গে এদিনের সমাবেশ থেকে ঢলাও কর্ম সংস্থানের প্রতিশ্রুতি দিয়ে মমতা বলেন, প্রচুর শিল্প হচ্ছে। বাংলার ছেলে-মেয়েদের আর বাইরে কাজ করতে যেতে হবে। ১০ লাখ চাকরি রেডি আছে'।

Mamata Banerjee
Advertisment