এবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকেও কেন্দ্রকে বেনজির হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। "প্রধানমন্ত্রীকে বলছি হয় গরিব মানুষের টাকা দাও, নয়তো গদি ছেড়ে দাও।" রবিবার আলিপুরদুয়ারের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে এভাবেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর।
Advertisment
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
"আমি দিল্লি যাচ্ছি। ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী আমাকে সময় দেবেন। আমি প্রধানমন্ত্রীকে বলছি গরিব মানুষের টাকা দাও, নয়তো সরকার ছেড়ে দাও। হয় টাকা দাও না হলে বিদায় নাও। কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। ওই টাকাটা পেলে বাংলার জন্য অনেক কাজ করতে পারব। আমি কথা কম বলি কাজ করতে ভালোবাসি।"
রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চা শ্রমিকদের পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রত্যেক চা শ্রমিককে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "করোনাকালে রেশনে চাল দিয়েছিল কেন্দ্র। পরে বন্ধ করে দিল। আমরা বন্ধ করিনি। আমরা এটা চালিয়ে যাব।"
এরই পাশাপাশি ওবিসিদের জন্য এবার আলাদা করে ক্যাম্প করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ওবিসিদের নামে আগে অনেক ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। ভেরিফিকেশনের পর সেই সব সার্টিফিকেট বাতিল করা হবে বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।