‘ভগবান জগন্নাথ প্রধানমন্ত্রী মোদীর ভক্ত’, বিজেপি নেতার মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতি। বিজেপি নেতা সম্বিত পাত্র-র এহেন মন্তব্যকে নিয়ে বিজেপিকে নিশানা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে লিখেছেন, 'মহাপ্রভু শ্রী জগন্নাথ হলেন মহাবিশ্বের প্রভু। মহাপ্রভুকে যে কোনো মানুষের ভক্ত বলা ‘ভগবানের অপমান’। এমন মন্তব্যের জেরে কোটি কোটি জগন্নাথ ভক্ত ও ওড়িশাবাসীর বিশ্বাসে আঘাত লেগেছে”। আর এবার সম্বিত পাত্রের এহেন মন্তব্যকে টেনে এনে মোদীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
শুক্রবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে এদিন নির্বাচনী সমাবেশ থেকেই মোদীকে হালকা চালে নিশানা করে বলেন, মোদী বলেছেন আমার বাবা-মা ছিল না ৷ তিনি নাকি বায়োলজিক্যাল সন্তান নন ৷ ঈশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন। জগন্নাথ দেবও নাকি ওঁর ভক্ত ! তা হলে আপনার মন্দির তৈরি করে দেব। সেখানে তোমার একটা ছবি রাখব ৷ পুরোহিত রেখে দেব ৷ তুলসি, ধূপ দেব ৷ রোজ ধোকলা, খিচুড়ি প্রসাদ দেব ৷ খাও-দাও আর সেখানেই বসে থাকো ৷ দেশটাকে বিক্রি করতে হবে না ।"
এর পাশাপাশি চলতি লোকসভা নির্বাচনে বিজেপির হার নিশ্চিত বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'হেরে যাওয়ার ভয়ে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে'। বিজেপি সকাল থেকে রাত মিথ্যা বলে চলেছে বলেও এদিনের জনসভা থেকে অভিযোগ করেন মমতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন,'আমি যেটাই বলি সেটাই করি'।
এদিন তিনি সরাসরি বিচারবিভাগকে নিশানা করে বলেন, "মানুষ ন্যায় বিচারের আশায় আদালতে যান। আমরা আদালতের অসম্মান করি না। কিন্তু কয়েক জনের রায়ের কোন ভিত্তি নেই'। গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের জন্য কেন্দ্র অনুদান দিচ্ছে না বলেও অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এদিন মমতা বলেন, "আমাদের এক লক্ষ ৮৪ হাজার কোটি টাকা দিল্লির জমিদাররা আটকে রেখেছেন। আমি ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না ৷ সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে ৷ সব যেমন চলছে তেমনই চলবে ৷ ভয় পাওয়ার কিছু নেই ৷"