Mamata Bandhyopadhyay & Sukanta Majumder certificate controversy: মঙ্গলবার লোকসভা নির্বাচনের সার্টিফিকেট দেওয়াকে ইস্যু করে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠল। পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। যার সূচনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরে, পালটা অভিযোগ শোনা রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের গলায়।
মঙ্গলবার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও ৪-৫টি জায়গায় বিজেপি পর্যবেক্ষক তৃণমূল জেতার পরেও আমাদের সার্টিফিকেট আটকে রেখে দিয়েছে। কাঁথিতেও সার্টিফিকেট আটকে রেখেছে। অখিলেশ বলেছে, ওদেরকেও কয়েকটা সিটে সার্টিফিকেট দিচ্ছে না। জেতার পরও চেষ্টা করছে যাতে বিজেপিকে আরও কিছু সিট পাইয়ে দেওয়া যায়।'
এরপরই পালটা মুখ খোলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি তৃণমূল সুপ্রিমোর ওপর পালটা চাপ সৃষ্টি করে বলেন, 'এই (বালুরঘাট) সিট আমরা জিতে গেছি। কিন্তু, দুর্ভাগ্যবশত আমি দেখলাম মুখ্যমন্ত্রী কলকাতা থেকে প্রেস মিট করেছেন। বিজেপির বিরুদ্ধে এমন সব অভিযোগ করেছেন, যার কোনও বাস্তবতা নেই। আমরা চাইছি, প্রশাসন খুব তাড়াতাড়ি গণনা শেষ করে জয়ের সার্টিফিকেট আমার হাতে তুলে দিক।'
তাঁর তথা বিজেপির বিরুদ্ধে রাজ্য প্রশাসন ষড়যন্ত্র করে থাকতে পারে, এমন ইঙ্গিতও দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'আমাদের গণনা অনুযায়ী আমরা প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে আছি। প্রশাসন বলছে যে আমরা ১০ হাজার ভোটে এগিয়ে আছি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছেন বলে প্রশাসন এখন সার্টিফিকেট বা কাগজপত্র দিতে দেরি করছে কি না, আমার জানা নেই। কাগজ হাতে না পাওয়ায়, হিসেব মিলিয়ে দেখতেও পাচ্ছি না, কেন হিসেবের ফারাকটা হচ্ছে!'
আরও পড়ুন- বুধবারই ‘ইন্ডিয়া’র বৈঠক, জোট নিয়ে অবস্থান স্পষ্ট মমতার, জানালেন কেন পাঠাচ্ছেন অভিষেককে
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, যে কয়টি আসলে তৃণমূল জেতেনি, সেখানেও সামান্য ব্যবধানে তা-ও রীতিমতো জোর করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যার বিরুদ্ধে পুনরায় গণনার দাবিও তোলা হতে পারে বলে তিনি জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন, 'মুখ্যমন্ত্রীকে কে এসব জানিয়েছে আমার জানা নেই। তবে, এটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেছেন। ভারতীয় জনতা পার্টি বালুরঘাটে এগিয়ে আছে। প্রতিটি রাউন্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। এখন চক্রান্ত হয়ে থাকতে পারে। মুখ্যমন্ত্রী চক্রান্ত করবেন না, এটা তো হতে পারে না!'