/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Mamata-Returned-Home.jpg)
Mamata Returned-Home: জ্ঞান ফিরে আসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। (ছবি- ফেসবুক)
Mamata Bandopadhyay returned home: হাসপাতালে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখতে চাইলেও থাকতে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থাতে বৃহস্পতিবার রাতেই বাড়ি ফিরে গেলেন। রাত ৯টা ৫৫ নাগাদ তিনি কালীঘাটের বাসভবনে ফেরেন। তাঁর চারটে সেলাই পড়েছে। তার মধ্যে তিনটে কপালে এবং একটি নাকে।
- সন্ধ্যাবেলায় বাড়িতেই পড়ে গিয়ে আহত মুখ্যমন্ত্রী।
- রাত ৯টা ৫৫ নাগাদ তিনি কালীঘাটের বাসভবনে ফেরেন।
বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী। তাঁর কপাল ফেটে দরদর করে রক্ত বেরোতে শুরু করে। সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতেই ছিলেন। তিনিই আহত মুখ্যমন্ত্রীকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে সাময়িকভাবে মুখ্যমন্ত্রী অচৈতন্য অবস্থায় ছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে জ্ঞান ফিরে আসার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
I pray for a quick recovery and the best health for Mamata Didi. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) March 14, 2024
হাসপাতালে মুখ্যমন্ত্রীর এমআরআই, সিটি স্ক্যান, ইসিজি, ড্রপ্লার টেস্ট করানো হয়। চিকিৎকরা মেডিক্যাল টিম গঠন করেন। তাঁকে হাসপাতালেই পর্যবেক্ষণে থাকতে বলেন। কিন্তু, সামনে যে কোনও দিন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এছাড়াও রাজ্যের নানা প্রশাসনিক কাজকর্ম রয়েছে। তাই মুখ্যমন্ত্রী চিকিৎসকদের পরামর্শ মানতে রাজি হননি। তারপরও চিকিৎসকরা তাঁকে দিন সাতেক বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন- অভিষেককে চ্যালেঞ্জ ছুড়েও ঢোঁক গিললেন নওশাদ? কোন আট আসনে লড়াইয়ের ডাক দিল ISF
মুখ্যমন্ত্রীর এই অসুস্থতার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর, উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মহল। তাঁর নিজের দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের পাশাপাশি বিরোধী দলের নেতা-নেত্রীরাও এই অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেন। রাত ৯টা ৫১ নাগাদ হাসপাতালে মুখ্যমন্ত্রীকে দেখতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বার্তায় লিখেছেন, 'আমি মমতা দিদির দ্রুত সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করি।'