'২৪-এর মহা লড়াইয়ের আগে 'শক্তি-প্রদর্শন'-এর 'শহিদ দিবস' তৃণমূলের। কলকাতার ধর্মতলায় কাতারে-কাতারে মানুষের ভিড়। শহর কলকাতা-শহরতলি ছাড়াও রাজ্য়ের জেলাগুলি থেকেও তৃণমূলের বহু কর্মী-সমর্থরকদের উপচে পড়া ভিড় মহানগরীতে। শহিদ দিবসে ১৯৯৩-এর সেই 'রক্তক্ষয়ী' আন্দোলন,সে স্মরণ করলেন তৃণনূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ দিবসের গুরুত্বপ আরোপ করে শ্রদ্ধা জানিয়ে টুইট তৃণমূলের স্রভাবরীতয় সাধারণ সম্পাদকেরও।
এদিন তৃণমূলনেকত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, '৩০ বছর আগে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারান ১৩ জন বীর শহীদ। তাঁদের অদম্য চেতনা, সাহস এবং সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। আজ, শহীদ দিবসে, আমরা তাঁদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই!'
আরও পড়ুন- 21 July TMC Shahid Diwas 2023 Live Updates: ভিড় জমছে ধর্মতলায়, সকাল সকাল কী বার্তা মমতা-অভিষেকের?
অন্যদিকে, দলে রস্রভবারতী. সাদারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাদ্য়ায় টুইটে লিখেছেন, 'শহীদ দিবস, স্থিতিস্থাপকতার দিন। আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে! আজ, বাংলার ১৩ জন বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করেছিলেন এবং গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখতে তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ন্যায়সঙ্গত সমাজের জন্য কাজ চালিয়ে যাব।'